৪ মে ২০১৬, বুধবার, ১০:৩৫

টাঙ্গাইলে অন্যায়ভাবে জামায়াতের নেতা-কর্মীদের গ্রেফতারের নিন্দা এবং প্রতিবাদ

গত ২ মে দিবাগত রাতে টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যক্ষ মাওলানা গোলাম রব্বানী, মুধুপুর উপজেলা জামায়াতের সেক্রেটারী জনাব মোঃ আবদুল কাদির, জামায়াতের রুকন ভূয়াপুর উপজেলা নিবাসী জনাব ইদ্রিস আলী ও জামায়াত কর্মী আলমগীর হোসাইনসহ ৫ জনকে অন্যায়ভাবে পুলিশের গ্রেফতার করার ঘটনার নিন্দা এবং প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও সাবেক এমপি জনাব হামিদুর রহমান আযাদ আজ ০৪ মে প্রদত্ত এক বিবৃতিতে বলেন, “রাজনৈতিকভাবে হয়রানি করার হীন উদ্দেশ্যেই টাঙ্গাইল জেলার বিভিন্ন স্থান থেকে পুলিশ অন্যায়ভাবে জামায়াতের নেতা-কর্মীদের গ্রেফতার করছে।

টাঙ্গাইল জেলার বিভিন্ন উপজেলা থেকে জামায়াতের যে সব নেতা-কর্মীদের গ্রেফতার করা হয়েছে তারা সম্পূর্ণ নির্দোষ। অহেতুক মিথ্যা মামলায় জড়িয়ে তাদের হয়রানি করে রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার জন্যই তাদের গ্রেফতার করা হয়েছে। জামায়াতের নেতা-কর্মীদের অযথা গ্রেফতার করার মাধ্যমে সরকারের ফ্যাসিবাদী চরিত্রই অত্যন্ত নগ্নভাবে প্রকাশিত হয়েছে। সরকারের এ ধরনের ফ্যাসিবাদী কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার হওয়ার জন্য আমি দেশবাসীর প্রতি আহ্বানা জানাচ্ছি।

জুলুম-নির্যাতন বন্ধ করে নাগরপুর উপজেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যক্ষ মাওলানা গোলাম রব্বানী ও মুধুপুর উপজেলা জামায়াতের সেক্রেটারী জনাব মোঃ আবদুল কাদিরসহ সারাদেশে জামায়াতের গ্রেফতারকৃত সকল নেতা-কর্মীদের অবিলম্বে মুক্তি দেয়ার জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি।”