২১ মে ২০১৬, শনিবার, ১০:১৮

দুর্বৃত্তদের হামলায় মীর সানাউর রহমান নিহত ও জনাব সাইফুজ্জামান আহত হওয়ার ঘটনার নিন্দা

কুষ্টিয়ায় গত ২০ মে হোমিও চিকিৎসক মীর সানাউর রহমান দুর্বৃত্তদের হামলায় নিহত ও ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক জনাব সাইফুজ্জামান আহত হওয়ার ঘটনার নিন্দা জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারী জেনারেল ডা. শফিকুর রহমান আজ ২১ মে প্রদত্ত এক বিবৃতিতে বলেন, “কুষ্টিয়ায় হোমিও চিকিৎসক মীর সানাউর রহমান দুর্বৃত্তদের হামলায় নিহত ও ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক জনাব সাইফুজ্জামান আহত হওয়ার ঘটনার দ্বারাই প্রমাণিত হচ্ছে যে, দেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতির কী সাংঘাতিক অবনতি ঘটেছে। গণতন্ত্র ও আইনের শাসন না থাকার কারণেই দেশে অগণতান্ত্রিক শক্তি মাথা চাড়া দিয়ে উঠেছে।

দেশে অব্যাহতভাবে মানুষ খুন হচ্ছে। কিন্তু সরকার মানুষের জানমালের নিরাপত্তা বিধানের পরিবর্তে বিরোধী দল দমন করে একদলীয় শাসন কায়েম করে ক্ষমতা দীর্ঘস্থায়ী করার ষড়যন্ত্রে ব্যস্ত। ক্ষমতাসীন সরকার মানুষের জানমালের নিরাপত্তা বিধানে সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে। বর্তমান ক্ষমতাসীন ব্যর্থ সরকারের প্রতি দেশের জনগণের কোন আস্থা নেই।

দেশের সর্বত্রই আজ পিতৃহীন, স্বামীহীন ও ভ্রাতৃহীন মানুষের আর্তনাত শুনা যাচ্ছে। দেশে আজ রাজনৈতিক নেতা-কর্মী, সাংবাদিক, বিদেশী নাগরিক, মসজিদের ইমাম, পুরোহিত, সাধু ও বৌদ্ধ ভিক্ষুসহ কারো জীবনের নিরাপত্তা নেই। সরকার শুধু রাজনৈতিক প্রতিপক্ষের বিরুদ্ধে মিথ্যা বক্তব্য দিয়েই নিজের দায়িত্ব শেষ করার ফলে অপকর্মে লিপ্ত গোষ্ঠী আরও বেশি উৎসাহিত হচ্ছে।

হোমিও চিকিৎসক মীর সানাউর রহমানকে হত্যাকারী ও ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক জনাব সাইফুজ্জামানকে আহতকারী ব্যক্তিদেরকে খুঁজে বের করে আইনের আওতায় এনে যথাযথ শাস্তি বিধানের আহ্বান জানাচ্ছি।”