৪ জুন ২০১৬, শনিবার, ৫:৪০

খুলনা অঞ্চলে গ্যাস সরবরাহ এবং বিমান বন্দর দ্রুত নির্মাণের জন্য সুস্পষ্ট অর্থ বরাদ্দের দাবি

খুলনা অঞ্চলে পাইপ লাইনের মাধ্যমে গ্যাস সরবরাহ এবং দ্রুত বিমান বন্দর নির্মাণের জন্য বাজেটে সুস্পষ্ট বরাদ্দ রাখার দাবি জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার আজ ৪ জুন প্রদত্ত এক বিবৃতিতে বলেন, “খুলনাবাসীর দীর্ঘদিনের দাবি পাইপ লাইনের মাধ্যমে গ্যাস সরবরাহের কোন সুস্পষ্ট বরাদ্দ ঘোষিত বাজেটে নেই। খুলনায় নির্মাণাধীন খান জাহান আলী বিমান বন্দর দ্রুত নির্মাণের জন্য কোন সুস্পষ্ট ঘোষণা প্রস্তাবিত বাজেটে নেই। যা দেখে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষ হতাশ হয়েছে।

এ অঞ্চলে শিল্প-কারখানা প্রতিষ্ঠা করতে হলে পাইপ লাইনের মাধ্যমে গ্যাস সরবরাহের জন্য বাজেটে জরুরী বরাদ্দ থাকা প্রয়োজন। অবহেলিত দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জনগণের জীবনযাত্রার মান উন্নয়নের জন্য বাজেটে আরও বরাদ্দ ও সুস্পষ্ট ঘোষণা দেয়া সময়ের দাবি। মংলা বন্দরের কার্যক্রম বৃদ্ধি এবং এ অঞ্চলের মানুষের অর্থনৈতিক জীবনে গতি সঞ্চারের জন্য গ্যাস সরবরাহ ও বিমান বন্দর নির্মাণের কোন বিকল্প নেই।

তাই প্রস্তাবিত বাজেটে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের দীর্ঘদিনের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে অবিলম্বে পাইপ লাইনের মাধ্যমে গ্যাস সরবরাহ ও খুলনা বিমান বন্দরের জন্য সুস্পষ্ট অর্থ বরাদ্দের দাবি করছি। একই সঙ্গে খুলনায় বন্ধ ঘোষিত মহসিন জুটমিল ও এ্যাজাক্স জুটমিলসহ দেশের সব বন্ধ কল-কারখানা চালু এবং পবিত্র রমযানে শ্রমিক-কর্মচারীদের বকেয়া বেতন-ভাতা পরিশোধের জন্য সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি।”