৮ জুন ২০১৬, বুধবার, ৫:১৪

সংগঠনের গঠনতন্ত্রই লোগো বহন করে, জামায়াতের কোন লোগো নেই এবং নতুন কোন লোগো চালুও হয়নি

আজ ৮ জুন দৈনিক প্রথম আলো, দৈনিক জনকণ্ঠ, মানবজমিন, দৈনিক ইত্তেফাক, ডেইলী স্টারসহ কতিপয় অনলাইন পত্রিকায় “জামায়াতের লোগো পরিবর্তন” শীর্ষক খবর প্রকাশিত হয়েছে। এর পরিপ্রেক্ষিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার বিভাগের সেক্রেটারী অধ্যাপক মোঃ তাসনীম আলম এক বিবৃতি প্রদান করেন।

বিবৃতিতে তিনি বলেন, “কোন সংগঠনের গঠনতন্ত্রই লোগো বহন করে। সর্বশেষ সংশোধিত গঠনতন্ত্র যা নির্বাচন কমিশনে জমা আছে, তাতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কোন লোগো নেই এবং বর্তমানেও আমরা নতুন কোন লোগো চালু করিনি। তাই আমাদের এ বক্তব্যের পরে আশা করি এ সংক্রান্ত সকল ভুল বোঝাবুঝি দূর হবে।”