৮ জুন ২০১৬, বুধবার, ৫:১৩

সলিমুল্লাহ খানের ভিত্তিহীন মন্তব্যের প্রতিবাদঃ জামায়াতের নীতি-আদর্শের কোথাও সহিংসতার স্থান নেই

বাংলাদেশ জামায়াতে ইসলামীকে নিয়ে গত ৭ জুন ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত এক সেমিনারে রাষ্ট্র বিজ্ঞান বিভাগের অধ্যাপক সলিমুল্লাহ খান “জামায়াতে ইসলামীর মূল রাজনৈতিক মতাদর্শে ভ্রান্তি রয়েছে। তারা ইসলামের সহিংস ধারায় দীক্ষিত” মর্মে যে ভিত্তিহীন মিথ্যা মন্তব্য করেছেন তার তীব্র প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও সাবেক এমপি ডা. সৈয়দ আবদুল্লাহ মোঃ তাহের আজ ০৮ জুন প্রদত্ত এক বিবৃতিতে বলেন, “অধ্যাপক সলিমুল্লাহ খানের বক্তব্যের জবাবে আমি স্পষ্ট ভাষায় জানাতে চাই যে, বাংলাদেশ জামায়াতে ইসলামীর মূল রাজনৈতিক মতাদর্শে কোন ভ্রান্তি নেই। ভ্রান্তি রয়েছে অধ্যাপক সলিমুল্লাহ খানের চিন্তায়।

বাংলাদেশ জামায়াতে ইসলামী জন্মলগ্ন থেকেই নিয়মতান্ত্রিক গণতান্ত্রিক ধারায় রাজনীতি করে আসছে। জামায়াতে ইসলামীর সহিংস ধারার রাজনীতিতে বিশ্বাস করার প্রশ্নই আসে না। জামায়াতে ইসলামী তার আদর্শ বহুবার বদল করেছে বলে অধ্যাপক সলিমুল্লাহ খান যে মন্তব্য করেছেন, তা মোটেই সত্য নয়। জামায়াতে ইসলামী তার আদর্শ কখনো বদল করেনি। অধ্যাপক সলিমুল্লাহ খান যদি বাংলাদেশ জামায়াতে ইসলামীর গঠনতন্ত্রসহ বিভিন্ন পুস্তক অধ্যয়ন করেন তাহলে দেখতে পাবেন জামায়াতের নীতি-আদর্শের কোথাও সহিংসতার স্থান নেই। এটা অধ্যাপক সলিমুল্লাহ খানের নিজস্ব আবিষ্কার ছাড়া আর কিছু নয়।

জামায়াতে ইসলামী সম্পর্কে ভালভাবে না জেনে এ ধরনের ভিত্তিহীন মিথ্যা মন্তব্য করা থেকে বিরত থাকার জন্য আমি অধ্যাপক সলিমুল্লাহ খানের প্রতি আহ্বান জানাচ্ছি।”