১২ জুন ২০১৬, রবিবার, ৫:০১

দৈনিক ইত্তেফাক পত্রিকার ভিত্তিহীন মিথ্যা রিপোর্টের প্রতিবাদ

দৈনিক ইত্তেফাক পত্রিকার ১ম পৃষ্ঠায় “হিজবুতের শতাধিক সশস্ত্র কিলার মাঠে” শিরোনামে আজ ১২ জুন প্রকাশিত রিপোর্টে “এদের সাথে যোগ দিয়েছে শিবিরের ‘রগকাটা’ গ্রুপের কয়েকজন বিক্ষুব্ধ কর্মীও। সাম্প্রতিককালে দেশে ব্লগার, শিক্ষক, বিদেশী নাগরিক, মুয়াজ্জিন, পুরোহিত, সেবক, লেখক, প্রকাশক, পুলিশ পরিবারের সদস্য এবং হিন্দু, খ্রীস্টান ধর্মাবলম্বী মানুষ খুনের সঙ্গে শুধু জেএমবি নয়; নেপথ্যে শিবিরের ‘রগকাটা’ গ্রুপ জড়িত রয়েছে।” মর্মে যে ভিত্তিহীন মিথ্যা তথ্য পরিবেশন করা হয়েছে তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার বিভাগের সেক্রেটারী অধ্যাপক মোঃ তাসনীম আলম আজ ১২ জুন প্রদত্ত এক বিবৃতিতে বলেন, “দৈনিক ইত্তেফাক পত্রিকায় প্রকাশিত রিপোর্টের ভিত্তিহীন মিথ্যা তথ্যের প্রতিবাদ জানিয়ে আমি স্পষ্টভাষায় জানাতে চাই যে, ইসলামী ছাত্রশিবিরে ‘রগকাটা’ গ্রুপ বলতে কোন কিছুর অস্তিত্ব নেই। সুতরাং ছাত্রশিবিরের কথিত ‘রগকাটা’ গ্রুপের কয়েকজনের হিজবুত তাহরীরে যোগ দেয়ার প্রশ্নই আসে না।

দৈনিক ইত্তেফাকের রিপোর্টে উল্লেখিত ‘সাম্প্রতিককালে দেশে ব্লগার, শিক্ষক, বিদেশী নাগরিক, মুয়াজ্জিন, পুরোহিত, সেবক, লেখক, প্রকাশক, পুলিশ পরিবারের সদস্য এবং হিন্দু, খ্রীস্টান ধর্মাবলম্বী মানুষ খুনের নেপথ্যে ইসলামী ছাত্রশিবিরের জড়িত থাকার প্রশ্ন অবান্তর। ইসলামী ছাত্রশিবিরের ভাবমর্যাদা ক্ষুন্ন করার হীন উদ্দেশ্যেই দৈনিক ইত্তেফাকের রিপোর্টে মিথ্যা ও কাল্পনিক তথ্য আবিষ্কার করা হয়েছে। ইত্তেফাকের মত একটি দায়িত্বশীল পত্রিকার কাছ থেকে আমরা এ ধরনের ভিত্তিহীন রিপোর্ট আশা করি না।

এ ধরনের কাল্পনিক তথ্য পরিবেশন করা থেকে বিরত থাকার জন্য আমি দৈনিক ইত্তেফাক পত্রিকা কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়ে আশা প্রকাশ করছি যে, তারা অত্র প্রতিবাদটি যথাস্থানে ছেপে সৃষ্ট বিভ্রান্তি নিরসন করবেন।”