২১ জুন ২০১৬, মঙ্গলবার, ৩:৩৮

দৈনিক জনকণ্ঠে জামায়াত শিবিরকে জড়িয়ে যে সব কথা লেখা হয়েছে তা সর্বৈব মিথ্যা

দৈনিক জনকণ্ঠ পত্রিকার ১ম পৃষ্ঠায় “অস্ত্র জামায়াত-বিএনপি’র” শিরোনামে আজ ২১ জনু প্রকাশিত রিপোর্টে “ঢাকার উত্তরা থেকে উদ্ধারকৃত অস্ত্র গোলাবারুদের বিশাল চালানটি বিএনপি-জামায়াত-শিবির জঙ্গীদের বলে অনেকটাই নিশ্চিত তদন্ত সংশ্লিষ্টরা” মর্মে যে ভিত্তিহীন মিথ্যা রিপোর্ট প্রকাশ করা হয়েছে তার তীব্র প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও সাবেক এমপি জনাব হামিদুর রহমান আজাদ আজ ২১ জুন প্রদত্ত এক বিবৃতিতে বলেন, “দৈনিক জনকণ্ঠ পত্রিকার রিপোর্টে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরকে জড়িয়ে যে সব কথা লেখা হয়েছে তা সর্বৈব মিথ্যা। জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের ভাবমর্যাদা ক্ষুণ্ণ করার হীন উদ্দেশ্যেই দৈনিক জনকণ্ঠে ভিত্তিহীন মিথ্যা রিপোর্টটি প্রকাশ করা হয়েছে। ঢাকার উত্তরা থেকে উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদের সাথে জামায়াতে ইসলামী এবং ইসলামী ছাত্রশিবিরের কোন সংশ্লিষ্টতা নেই।

দৈনিক জনকণ্ঠের মিথ্যা রিপোর্টের জবাবে আমাদের স্পষ্ট বক্তব্য হলো, বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবির পরিচ্ছন্ন নিয়মতান্ত্রিক গণতান্ত্রিক ধারার রাজনীতিতে বিশ্বাস করে। কাজেই পরিকল্পিতভাবে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে আন্তর্জাতিক চাপের মুখে সরকারকে ক্ষমতাচ্যুত করার চেষ্টা করার প্রশ্নই আসে না। জামায়াত-শিবিরের নিকট থেকে ইতোপূর্বে অস্ত্র উদ্দারের কোন নজীর নেই। এ ব্যাপারে জনকণ্ঠে যা কিছু লেখা হয়েছে তা কাল্পনিক।

বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরকে জড়িয়ে ভিত্তিহীন মিথ্যা রিপোর্ট প্রকাশ করা থেকে বিরত থাকার জন্য আমি দৈনিক জনকণ্ঠ পত্রিকা কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি।