২১ জুন ২০১৬, মঙ্গলবার, ৩:৩৭

জনাব জসিম উদ্দিন এবং বদিউজ্জামানকে অন্যায়ভাবে গ্রেফতারের নিন্দা

চট্টগ্রাম জেলার সাতকানিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও স্থানীয় জামায়াত নেতা জনাব জসিম উদ্দিনকে এবং পাবনা শহর শাখা ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারী বদিউজ্জামানকে গত ২০ জুন সন্ধায় পুলিশের অন্যায়ভাবে গ্রেফতার করার ঘটনার নিন্দা জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও সাবেক এমপি ডাঃ সৈয়দ আবদুল্লাহ মোঃ তাহের আজ ২১ জুন প্রদত্ত এক বিবৃতিতে বলেন, “চট্টগ্রাম জেলার সাতকানিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও স্থানীয় জামায়াত নেতা জনাব জসিম উদ্দিনের জনপ্রিয়তায় ভীত হয়েই সরকার তাকে অন্যায়ভাবে গ্রেফতার করেছে।

জনাব জসিম উদ্দিন ও পাবনা শহর শাখা ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারী বদিউজ্জামানকে মিথ্যা মামলা দিয়ে হয়রানী করার উদ্দেশ্যেই গ্রেফতার করা হয়েছে। সরকার সারা দেশে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের নেতা-কর্মীদের গ্রেফতার করে জেলখানায় পাঠাচ্ছে। সরকারের জুলুম-নির্যাতন সকল সীমা ছাড়িয়ে যাচ্ছে। সরকারের জুলুম-নির্যাতন থেকে নির্বাচিত জনপ্রতিনিধিগণও রেহাই পাচ্ছেন না। সরকারের জুলুম নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার হওয়ার জন্য আমি দেশের জনগণের প্রতি আহ্বান জানাচ্ছি।

চট্টগ্রাম জেলার সাতকানিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও স্থানীয় জামায়াত নেতা জনাব জসিমউদ্দিনসহ সারা দেশে জামায়াতে ইসলামী এবং ইসলামী ছাত্রশিবিরের গ্রেফতারকৃত সকল নেতা-কর্মীদের অবিলম্বে মুক্তি দেয়ার জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি।”