২১ জুন ২০১৬, মঙ্গলবার, ৩:৩৬

ফিলিস্তিনীদের খাবার পানিতে ইহুদী পুরোহিতদের বিষ মিশানোর নির্দেশের তীব্র নিন্দা

বর্ণবাদী ইসরাইলের ইহুদী পুরোহিতরা ফিলিস্তিনীদেরকে পশ্চিম তীর ছেড়ে যেতে বাধ্য করার উদ্দেশ্যে পশ্চিম তীরের মুসলিম অধিবাসীদের খাবার পানিতে বিষ মিশিয়ে দেয়ার যে অমানবিক ধর্মীয় নির্দেশ প্রদান করেছে তার তীব্র নিন্দা জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারী জেনারেল ডাঃ শফিকুর রহমান আজ ২১ জুন প্রদত্ত এক বিবৃতিতে বলেন, “ইসরাইলী ইহুদী পুরোহিতদের এ নির্দেশ শুধু অন্যায়, অনৈতিকই নয়, চরম মানবতা বিরোধী।

পশ্চিম তীরের ফিলিস্তিনীদের এলাকায় ইহুদীরা খাবার পানির লাইন কেটে দিয়ে এবং ইহুদী পুরোহিতরা প্রকাশ্যেই ফিলিস্তিনের খাবার পানিতে বিষ মিশানোর ধর্মীয় নির্দেশনা জারি করে জাতিসংঘের মানবাধিকার সনদ লংঘন করেছে। এ অমানবিক ঘটনার দ্বারা আবারও প্রমাণিত হলো যে, ইসরাইলী ইহুদীরা মানবতার প্রকাশ্য দুশমন। দীর্ঘ ৬৮ বছর যাবত তারা ফিলিস্তিনী মুসলমানদের ওপর অত্যাচার-নির্যাতন চালিয়ে আসছে।

ইসরাইলী পুরোহিতদের এ ধরনের মানবতাবিরোধী কর্মকান্ডের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করার জন্য আমি জাতিংসংঘের প্রতি আহ্বান জানাচ্ছি। সেই সাথে ইসরাইলীদের বর্বরতার বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য আমি সকল শান্তিকামী রাষ্ট্র ও আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর প্রতি আহ্বান জানাচ্ছি এবং এ অমানবিক ঘটনার প্রতি ধিক্কার জানানোর জন্য বিশ্ববাসীর প্রতিও উদাত্ত আহবান জানাচ্ছি”।