২১ জুলাই ২০১৭, শুক্রবার, ৮:৩২

পরীক্ষার রুটিন ঘোষণার দাবীতে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর হামলা চালিয়ে সরকার তাদের প্রতি চরম জুলুম করেছে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের নিকট থেকে পরীক্ষার রুটিন ঘোষণার দাবীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ঢাকার সাতটি সরকারী কলেজের শিক্ষার্থীরা গত ২০ জুলাই শাহবাগের মোড়ে অবস্থান নিলে তাদের উপর পুলিশের হামলা, টিয়ার গ্যাস নিক্ষেপ ও লাঠিচার্জে ১৫ জন শিক্ষার্থী আহত ও ১ জন ছাত্রের দুটি চোখ ক্ষতিগ্রস্ত হওয়া এবং ১২ শত ছাত্রের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করার তীব্র প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার আজ ২১ জুলাই প্রদত্ত এক বিবৃতিতে বলেন, “পরীক্ষার রুটিন ঘোষণার দাবীতে আন্দোলনরত ঢাকার সাতটি সরকারী কলেজের শিক্ষার্থীদের উপর হামলা চালিয়ে সরকার তাদের প্রতি চরম জুলুম করেছে। সরকারের এ ধরনের অন্যায় আচরণ কোনক্রমেই মেনে নেয়া যায় না।

আন্দোলনরত শিক্ষার্থীদের বিরুদ্ধে মামলা দায়ের সম্পূর্ণ অন্যায়, অযৌক্তিক ও অনভিপ্রেত। সরকারের দায়িত্বজ্ঞানহীন আচরণে ছাত্র/ছাত্রী, শিক্ষক ও অভিভাবকবৃন্ধ সকলেই মর্মাহত। শিক্ষার্থীদের ন্যায়সংগত এ দাবী মেনে নেয়ার জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি।

সেই সাথে আটক শিক্ষার্থীদের অবিলম্বে মুক্তি প্রদান ও শিক্ষার্থীদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার এবং আহতদের সুচিকিৎসার ব্যবস্থা করার জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি।”