২ জুলাই ২০১৬, শনিবার, ৩:৩১

ঝিনাইদহ শাখার সাবেক শিবির সভাপতিকে পুলিশের গুলি করে হত্যা করার ঘটনার তীব্র নিন্দা

গত ১ জুলাই দিবাগত রাতে ইসলামী ছাত্র শিবিরের ঝিনাইদহ শহর শাখার সাবেক সভাপতি ইবনুল ইসলাম পারভেজকে পুলিশের গুলি করে হত্যা করার নৃশংস ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার আজ ২ জুলাই প্রদত্ত এক বিবৃতিতে বলেন, “সরকার রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার হীন উদ্দেশ্যেই ঝিনাইদহ শহর শাখা ইসলামী ছাত্রশিবিরের সাবেক সভাপতি ইবনুল ইসলাম পারভেজকে নির্মমভাবে পুলিশ দিয়ে গুলি করিয়ে হত্যা করেছে।

ইবনুল ইসলাম পারভেজকে পুলিশ গত ১৬ জুন রাতে গ্রেফতার করার পর থেকে তাকে গ্রেফতার করার কথা অস্বীকার করতে থাকে। গত ১৫ দিন আটক রেখে তার উপর চরম অত্যাচার-নির্যাতন চালিয়ে গত ১ জুলাই দিবাগত রাতে তথাকথিত বন্দুক যুদ্ধের নামে নাটক সাজিয়ে তাকে পৈশাচিকভাবে গুলি করে হত্যা করা হয়েছে। এ ঘটনায় তার পরিবার-পরিজনসহ আমরা সকলেই গভীরভাবে শোকাহত।

আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গত ৬ মাসে সারাদেশে ৭৯ জন মানুষকে তথাকথিত বন্দুক যুদ্ধের নাটক সাজিয়ে হত্যা করেছে। দেশকে নেতৃত্বশূন্য করার হীন উদ্দেশ্যেই সরকার জামায়াত-ছাত্র শিবিরসহ বিরোধী দলের নেতা-কর্মী এবং সাধারণ যুবকদের বেছে বেছে হত্যা করছে। সরকারের এহেন বর্বরোচিত পৈশাচিক হত্যাকান্ড বন্ধ করার লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে গণপ্রতিরোধ গড়ে তোলার জন্য আমি দলমত নির্বিশেষে দেশবাসীর প্রতি আহ্বান জানাচ্ছি।

পুলিশের গুলিতে নিহত ইবনুল ইসলাম পারভেজের শাহাদাত কবুল করার জন্য আমি আল্লাহর কাছে দোয়া করছি এবং তার শোক সন্তপ্ত পরিবার-পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে দোয়া করছি যে, আল্লাহ তাদের এ শোক সহ্য করার তাওফিক দান করুন।”