১২ জুলাই ২০১৬, মঙ্গলবার, ৩:২৩

জামায়াতের সাথে কোন জঙ্গি সংগঠনের সম্পর্ক নেই

দৈনিক প্রথম আলো পত্রিকার ১১ পৃষ্ঠায় “ঘরপোড়ার মধ্যে আলু পোড়া নয়” শিরোনামে আজ ১২ জুলাই রাশেদ খান মেনন কর্তৃক লিখিত নিবন্ধে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিরুদ্ধে যে সব ভিত্তিহীন মিথ্যা তথ্য পরিবেশন করেছেন তার তীব্র প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও সাবেক এমপি জনাব হামিদুর রহমান আজাদ আজ ১২ জুলাই প্রদত্ত এক বিবৃতিতে বলেন, “রাশেদ খান মেনন জামায়াতে ইসলামীর বিরুদ্ধে যে সব তথ্য পরিবেশন করেছেন তা নির্জলা মিথ্যাচার ছাড়া আর কিছুই নয়।

রাশেদ খান মেননের লেখার জবাবে আমি স্পষ্ট ভাষায় জানাতে চাই যে, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাথে কোন জঙ্গি সংগঠনের কোন সম্পর্ক নেই। কাজেই ২৯টি জঙ্গি সংগঠনকে জামায়াতের পৃষ্ঠপোষকতা দেয়ার প্রশ্নই আসে না। তথাকথিত বাংলাভাই ও শায়খ আবদুর রহমানের সৃষ্ট তান্ডবকে জামায়াতের রাজনৈতিক ও প্রশাসনিক সহায়তা দানের প্রশ্ন অবান্তর। ২০১৪ সালে চারশ স্কুল ঘর পুড়িয়ে দেয়া, প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসার হত্যা এবং তান্ডব সৃষ্টির সাথে জামায়াতে ইসলামীর কোন সম্পর্ক নেই। জামায়াত নিয়মতান্ত্রিক গণতান্ত্রিক ধারার রাজনীতিতে বিশ্বাস করে। বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভাবমর্যাদা ক্ষুণ্ণ করার হীন উদ্দেশ্যেই রাশেদ খান মেনন জামায়াতের বিরুদ্ধে ভিত্তিহীন মিথ্যা প্রচারণা চালাচ্ছেন। এভাবে ভিত্তিহীন মিথ্যা তথ্য পরিবেশন করে দেশের জনগণকে বিভ্রান্ত করা যাবে না।

তাই জামায়াতে ইসলামীর বিরুদ্ধে ভিত্তিহীন মিথ্যা প্রচারণা চালানো থেকে বিরত থাকার জন্য আমি রাশেদ খান মেননের প্রতি আহ্বান জানাচ্ছি।”