২ আগস্ট ২০১৬, মঙ্গলবার, ১১:৫১

জামায়াত শিবিরকে জড়িয়ে চট্টগ্রাম মহানগরী পুলিশের উপ-কমিশনারের ভিত্তিহীন মিথ্যা বক্তব্যের প্রতিবাদ

চট্টগ্রাম মহানগরী পুলিশের উপ-কমিশনার মারুফ হোসেন গত ১লা আগস্ট সাংবাদিকদের উদ্দেশ্যে প্রদত্ত বক্তব্যে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরকে জড়িয়ে যে ভিত্তিহীন মিথ্যা বক্তব্য প্রদান করেছেন তার তীব্র প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও সাবেক এমপি জনাব হামিদুর রহমান আযাদ আজ ২ আগস্ট প্রদত্ত এক বিবৃতিতে বলেন, “চট্টগ্রাম মহানগরী পুলিশের উপ-কমিশনার মারুফ হোসেন জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরকে জড়িয়ে যে বক্তব্য দিয়েছেন তা সর্বৈব মিথ্যা।

তার বক্তব্যের জবাবে আমি স্পষ্ট ভাষায় জানাতে চাই যে, কোন ধরনের হামলার পরিকল্পনা ও ষড়যন্ত্রের সাথে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের কোন সম্পর্ক নেই। কোন জঙ্গী গ্রুপকে দিয়ে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের কোন ঘটনা ঘটানোর প্রশ্নই আসে না। এ সব বক্তব্য পুলিশ কর্মকর্তা মারুফ হোসেনের নিজস্ব মনগড়া। বাস্তবের সাথে তার বক্তব্যের কোন সম্পর্ক নেই। আমরা চ্যালেঞ্জ দিয়ে তাকে বলতে চাই যে, তিনি তার বক্তব্যের সমর্থনে কোন প্রমাণ দেখাতে পারবেন না।

কাজেই জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরকে জড়িয়ে ভিত্তিহীন মিথ্যা বক্তব্য প্রদান করা থেকে বিরত থাকার জন্য আমি চট্টগ্রাম মহানগরী পুলিশের উপ-কমিশনার মারুফ হোসেনের প্রতি আহ্বান জানাচ্ছি।”