২৩ আগস্ট ২০১৬, মঙ্গলবার, ৬:৪৮

চট্টগ্রামে একটি সার কারখানায় বিস্ফোরণে অন্তত ৫০ জন লোক গুরুতরভাবে অসুস্থ হওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ

চট্টগ্রামের কর্ণফুলি নদী তীরবর্তী ডাই অ্যামোনিয়াম ফসফেট (ডিএপি) সার কারখানায় বার্নাল (আধার) বিস্ফোরণে আশেপাশের কয়েক কিলোমিটার এলাকায় গ্যাস ছড়িয়ে পড়ায় অন্তত ৫০ জন লোক গুরুতরভাবে অসুস্থ হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান আজ ২৩ আগষ্ট প্রদত্ত এক বিবৃতিতে বলেন, “কর্ণফুলি নদী তীরবর্তী সার কারখানায় অ্যামোনিয়াম ফসফেটের বার্নাল বিস্ফোরণের ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত করে এ দুর্ঘটনার জন্য দায়ী ব্যক্তিদের আইনানুগ বিচার করা উচিত।

অভিজ্ঞ মহল মনে করেন কর্তৃপক্ষের গাফেলতি ও অসাবধানতার কারণেই এ দুর্ঘটনা ঘটেছে। ভবিষৎতে যাতে এ ধরনের দুর্ঘটনা আর না ঘটতে পারে সে জন্য যথোপযুক্ত পদক্ষেপ গ্রহণ করার জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহবান জানাচ্ছি।

এ দুর্ঘটনায় যারা অসুস্থ হয়েছেন আমি তাদের চিকিৎসার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহবান জানাচ্ছি এবং তাদের দ্রুত সুস্থতা কামনা করছি। এর ক্ষতিকর প্রভাব থেকে জনগণকে সুরক্ষা দেয়ার লক্ষ্যে ত্বরিত উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করার জন্য আমি আহ্বান জানাচ্ছি।”