২১ আগস্ট ২০১৬, রবিবার, ৬:৪৬

বাংলা ট্রিবিউনে মুজাহিদকে জড়িয়ে প্রকাশিত রিপোর্টটি ভিত্তিহীন মিথ্যা

অনলাইন পত্রিকা বাংলা ট্রিবিউনে নিষিদ্ধ ঘোষিত হরকাতুল জিহাদের কারাবন্দি নেতা মুফতি হান্নানের বরাত দিয়ে ২০০৪ সালের ২১ আগস্ট আওয়ামী লীগের জনসভায় গ্রেনেড হামলার ঘটনার সাথে জামায়াতে ইসলামীর সাবেক সেক্রেটারী জেনারেল ও সাবেক মন্ত্রী শহীদ আলী আহসান মোহাম্মাদ মুজাহিদকে জড়িয়ে যে সব ভিত্তিহীন মিথ্যা কথা লেখা হয়েছে তার তীব্র প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও সাবেক এমপি জনাব হামিদুর রহমান আযাদ আজ ২১ আগস্ট প্রদত্ত এক বিবৃতিতে বলেন, “২০০৪ সালের ২১ আগস্ট আওয়ামী লীগের জনসভায় নৃশংস গ্রেনেড হামলার ঘটনার সাথে জামায়াতে ইসলামীর সাবেক সেক্রেটারী জেনারেল ও সাবেক মন্ত্রী শহীদ আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের কোন সম্পর্ক ছিল না।

বাংলা ট্রিবিউনের রিপোর্টে ‘২০০৪ সালেল ১৪ আগস্ট হাওয়া ভবনের গোপন বৈঠকে জামায়াতের কয়েকজন শীর্ষ নেতা অংশ নেন’ বলে যে কথা লেখা হয়েছে তা সম্পূর্ণ বানোয়াট। কথিত ঐ বৈঠকে জামায়াতের কোন শীর্ষ নেতার অংশ গ্রহণের প্রশ্নই আসে না।

মুফতি হান্নানের বক্তব্যের বরাত দিয়ে শহীদ আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের নামে যে বক্তব্য বাংলা ট্রিবিউনের রিপোর্টে ছাপা হয়েছে তার সাথে শহীদ আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের কোন সম্পর্ক নেই। তাকে দোষী প্রমাণ করার জন্য বাংলা ট্রিবিউনের সংশ্লিষ্ট রিপোর্টার কাল্পনিক বক্তব্য শহীদ মুজাহিদের নামে ছেপে দিয়েছেন।
একজন শহীদের নামে এ ধরনের জঘন্য মিথ্যাচার চালানো থেকে বিরত থাকার জন্য আমি বাংলা ট্রিবিউন পত্রিকা কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়ে আশা করছি যে, তারা অত্র প্রতিবাদটি যথাস্থানে ছেপে সৃষ্ট বিভ্রান্তি নিরসন করবেন।”