১০ সেপ্টেম্বর ২০১৬, শনিবার, ২:৫২

ব্যারিস্টার আরমানকে ঈদুল আযহার আগেই ফিরিয়ে দেয়ার দাবি

ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম আরমানকে ঈদুল আযহার আগেই তার পরিবারের নিকট ফিরিয়ে দেয়ার জন্য স্ত্রী তাহমিনা আক্তার নিম্নোক্ত বিবৃতি প্রদান করেছেনঃ

“গত ৯ আগস্ট গভীর রাতে আমার স্বামী ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম আরমানকে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয় দিয়ে সাদা পোশাকধারী একদল লোক আমাদের বাসা থেকে তুলে নিয়ে যায়। সেদিন থেকে আমার দুইটি শিশু সন্তান সর্বক্ষণ তাদের বাবার জন্য কান্নাকাটি করছে। একমাস অতিবাহিত হয়ে গেল অথচ এখন পর্যন্ত আমার স্বামীকে আমরা ফেরত পাইনি। সামনে পবিত্র ঈদুল আযহা। আমার চার বছরের ও তিন বছরের দু’টো সন্তানই তাদের বাবার জন্য কাঁদছে এবং পথের দিকে তাকিয়ে আছে।

আমার স্বামী যদি কোন অন্যায় করে থাকে তাহলে তাকে আইনের হাতে সোপর্দ করা হোক। আমি জানি আমার স্বামী কোন অপরাধ করেননি। তাকে অন্যায়ভাবে ধরে নিয়ে গুম করে রাখা হয়েছে। ফলে আমরা তার সান্নিধ্য থেকে বঞ্চিত।

আমি আশা করি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাকে ঈদুল আযহার পূর্বেই আমাদের কাছে ফিরিয়ে দিয়ে আমাদের এক সাথে ঈদুল আযহা উৎযাপন করার সুযোগ করে দিবেন।”

(তাহমিনা আক্তার)
ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম আরমানের স্ত্রী