২ ফেব্রুয়ারি ২০২৩, বৃহস্পতিবার, ৮:২৪

বিদ্যুতের দাম বাড়ানোর তীব্র নিন্দা ও প্রতিবাদ

বিনাভোটে নির্বাচিত এই সরকারের জনগণের প্রতি কোনো দায়বদ্ধতা নেই

-মাওলানা এটিএম মা’ছুম

বিদ্যুতের দাম বাড়ানোর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম ২ ফেব্রুয়ারি এক বিবৃতি প্রদান করেছেন।

বিবৃতিতে তিনি বলেন, “৩১ জানুয়ারি সরকারের এক ঘোষণায় বিদ্যুতের দাম পাইকারি পর্যায়ে ৮ শতাংশ এবং খুচরা পর্যায়ে ৫ শতাংশ বাড়ানো হয়েছে। দেশে বিদ্যুৎ উৎপাদনে ব্যাপক ঘাটতি রয়েছে। শীত মওসুম শেষ না হতেই দেশে এখনই লোডশেডিং শুরু হয়ে গিয়েছে। কোনো প্রতিষ্ঠানই তাদের সময়মত ও চাহিদা অনুযায়ী বিদ্যুৎ পাচ্ছে না। এমতাবস্থায় বিদ্যুতের দাম বাড়ানো সম্পূর্ণ অন্যায়, অযৌক্তিক এবং গণবিরোধী সিদ্ধান্ত। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

বিনাভোটে নির্বাচিত এই সরকারের জনগণের প্রতি কোনো দায়বদ্ধতা নেই। ফলে একের পর এক গণবিরোধী সিদ্ধান্ত গ্রহণ করেই যাচ্ছে। গত ১২ জানুয়ারি খুচরা পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ানো হয় ৫ শতাংশ এবং গত নভেম্বরে পাইকারি পর্যায়ে দাম বাড়ানো হয় ২০ শতাংশ। বর্তমান আওয়ামী সরকারের আমলে গত ১৪ বছরে খুচরা পর্যায়ে ১২ এবং পাইকারি পর্যায়ে ১১ বার বিদ্যুতের দাম বাড়ানো হয়েছে। দ্রব্য-মূল্যের ঊর্ধ্বগতিতে খেটে খাওয়া সাধারণ মানুষের নাভিশ্বাস। এখন আবারো নতুন করে বিদ্যুতের দাম বাড়ানোর কারণে এর প্রভাব সবকিছুর উপর পড়বে। একদিকে যেমন মানুষের দুর্ভোগ বৃদ্ধি পাবে, অপরদিকে শিল্প প্রতিষ্ঠানের উপর এর বিরূপ প্রভাব পড়বে এবং শিল্পখাতে উৎপাদন ব্যাহত হবে। সামগ্রিকভাবে দেশের অর্থনীতিতে এর নেতিবাচক প্রভাব পড়বে।

সাধারণ মানুষের দুর্ভোগ ও অর্থনৈতিক দুরবস্থাকে বিবেচনায় নিয়ে এবং দেশের শিল্পখাতকে রক্ষার স্বার্থে বিদ্যুতের বর্ধিত মূল্য অবিলম্বে প্রত্যাহার করার জন্য আমি সরকারের প্রতি আহবান জানাচ্ছি।”