২৭ ডিসেম্বর ২০২২, মঙ্গলবার, ৮:২৬

দেশের বিভিন্ন স্থান থেকে অন্যায়ভাবে গ্রেফতার ও হয়রানির তীব্র নিন্দা এবং প্রতিবাদ

-মাওলানা এটিএম মা’ছুম

দেশের বিভিন্ন স্থানে জামায়াতে ইসলামী, ইসলামী ছাত্রশিবির এবং বিরোধী দলীয় নেতাকর্মীদের হয়রানি ও গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম ২৭ ডিসেম্বর নিম্নোক্ত বিবৃতি প্রদান করেছেন।

বিবৃতিতে তিনি বলেন, “দেশের বিভিন্ন জায়গায় জামায়াতে ইসলামী, ইসলামি ছাত্রশিবির এবং বিরোধী দলীয় নেতাকর্মীদের অবযাহতভাবে হয়রানি ও গ্রেফতার করা হচ্ছে। ২৫ ডিসেম্বর নারায়ণগঞ্জ জেলা জামায়াতের আমীর জনাব মুমিনুল হককে এশার সালাত আদায়রত অবস্থায় গ্রেফতার করে তার বিরুদ্ধে মিথ্যা ও সাজানো মামলায় আটক দেখানো হয়েছে। ২৬ ডিসেম্বর চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন স্থানে তল্লাশি চালিয়ে ১০ জন নেতাকর্মীকে সম্পূর্ণ অন্যায়ভাবে গ্রেফতার করা হয়েছে। কক্সবাজারে জেলা জামায়াতের আমীর ও সেক্রেটারিসহ ২শ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এছাড়াও আইন-শৃঙ্খলা বাহিনী সারাদেশে দিনে ও রাতে নেতাকর্মীদের বাড়িতে বাড়িতে হানা দিয়ে হয়রানি করছে এবং তাদের অনেককে গ্রেফতার করছে। কোথাও কোথাও বাড়ি-ঘর তছনছ করছে। আমি এই অন্যায় গ্রেফতার ও হয়রানির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

বিবৃতিতে তিনি বলেন, দেশে গণতন্ত্র, আইনের শাসন, মানবাধিকার বলতে কিছু নেই। মানুষের জানমাল, ইজ্জত-আব্রুর আজ কোনো নিরাপত্তা নেই। প্রতিনিয়ত মানবাধিকার লঙ্ঘন হচ্ছে। এই ধারা অব্যাহত থাকলে দেশে শান্তি এবং শৃঙ্খলা বিঘ্নিত হবে। আমরা আইন-শৃঙ্খলা বাহিনীকে নিরপেক্ষভাবে পূর্ণ পেশাদারিত্বের সাথে রাষ্ট্রীয় দায়িত্ব পালন করার ও জনগণকে হয়রানি না করার আহ্বান জানাচ্ছি। সেই সাথে জুলুম-নিপীড়ন বন্ধ করে জামায়াতে ইসলামী, ইসলামী ছাত্রশিবির ও বিরোধী দলের গ্রেফতারকৃত সকল নেতা-কর্মীকে অবিলম্বে মুক্তি দেওয়ার জন্য আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি।”