১ সেপ্টেম্বর ২০২২, বৃহস্পতিবার, ৯:৪৮

নারায়ণগঞ্জে যুবদল কর্মী নিহত ও বহু সংখ্যক নেতা-কর্মী আহত হওয়ার ঘটনার নিন্দা ও প্রতিবাদ

-মাওলানা এটিএম মা’ছুম

নারায়ণগঞ্জে যুবদল কর্মী নিহত ও বহু সংখ্যক নেতা-কর্মী আহত হওয়ার ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম ১ সেপ্টেম্বর এক বিবৃতি প্রদান করেছেন।

বিবৃতিতে তিনি বলেন, “বিএনপি’র প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে ১ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকালে নারায়ণগঞ্জে বিএনপির পক্ষ থেকে এক র‍্যালি বের করা হয়। পুলিশ র‍্যালিতে বাধা দিলে বিএনপির নেতা-কর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ শুরু হয়। এ সময় পুলিশ টিয়ারসেল ও গুলি চালায়। পুলিশের গুলিতে শাওন নামে এক যুবদল কর্মী আহত হলে তাকে হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালে নেওয়ার পর ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। আমি এই মর্মান্তিক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

তিনি বলেন, আমি নিহত যুবদল কর্মী শাওনের আত্মার মাগফিরাত কামনা করছি, তার পরিবার-পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি। সেই সাথে যুবদল কর্মী নিহত হওয়ার ঘটনার সুষ্ঠু তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি।”