২৪ আগস্ট ২০২২, বুধবার, ৯:১২

সর্বোচ্চ ১৫০টি আসনে ইভিএম-এর মাধ্যমে ভোট গ্রহণের সিদ্ধান্তের প্রতিবাদ

ইভিএমের উপর দেশের জনগণের কোনো আস্থা নেই

-মাওলানা এটিএম মা’ছুম

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সর্বোচ্চ ১৫০টি আসনে ইভিএম-এর মাধ্যমে ভোট গ্রহণের সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম ২৪ আগস্ট এক বিবৃতি দিয়েছেন।

বিবৃতিতে তিনি বলেন, “নির্বাচন কমিশন আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সর্বোচ্চ ১৫০টি আসনে ইলেট্রিক ভোটিং মেশিন (ইভিএম)-এর মাধ্যমে ভোট গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে। ভোটে এই যন্ত্রের ব্যবহার নিয়ে রাজনৈতিক অঙ্গণে ব্যাপক বিতর্কের মধ্যেই নির্বাচন কমিশন এই সিদ্ধান্ত নিল। প্রায় সকল রাজনৈতিক দল ইভিএম নিয়ে সংশয় ও সন্দেহ প্রকাশ করেছিল। সিইসি কাজী হাবিবুল আউয়াল নিজেও বলেছিলেন, ‘অধিকাংশ রাজনৈতিক দল ইভিএমে বিশ্বাস করছে না।’ দেশবাসী মনে করেন, সরকারের আজ্ঞাবহ নির্বাচন কমিশন বিরোধী রাজনৈতিক দলগুলোর মতামতের প্রতি কোনো তোয়াক্কা না করে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ১৫০টি আসনে ইভিএম ব্যবহারের সিদ্ধান্ত গ্রহণ করেছে। আমরা সরকারের আজ্ঞাবহ নির্বাচন কমিশনের এই একপেশে সিদ্ধান্তের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

তিনি আরো বলেন, মূলত জালিয়াতির উদ্দেশ্যেই ইভিএম ব্যবহারের সিদ্ধান্ত নেয়া হয়েছে। এ পর্যন্ত যত জায়গায় ইভিএম ব্যবহার করা হয়েছে, সব জায়গায় বিপত্তি দেখা দিয়েছে। এমনকি বিশ্বের অনেক দেশও ইভিএম ব্যবহার বন্ধ করে দিয়েছে। নারায়ণগঞ্জ সিটি নিবাচনসহ আরো অনেক জায়গায় ইভিএম ঠিকমতো কাজ না করায় ভোট গ্রহণে বিপত্তি দেখা দিয়েছিল। দেশের বোদ্ধা মহল এবং প্রধান প্রধান বিরোধী রাজনৈতিক দলগুলো ইভিএমকে ‘জালিয়াতির বাক্স’ বা ‘কারচুপির যন্ত্র’ হিসেবে অভিযোগ করেছে। ইভিএমের উপর দেশের জনগণের কোনো আস্থা নেই। সরকার আজ্ঞাবহ নির্বাচন কমিশনের মাধ্যমে অতীতের মতো আরেকটি প্রহসনের নির্বাচন অনুষ্ঠানের পাঁয়তারা করছে। তারা আজ্ঞাবহ নির্বাচন কমিশনকে দিয়ে ‘কারচুপির যন্ত্র’ ইভিএম-এর মাধ্যমে প্রহসনের নির্বাচন অনুষ্ঠিত করে যে কোনো মূল্যে আবার ক্ষমতায় আসতে চায়। তাদের এ দুরভিসন্ধি দেশের জনগণ কোনোভাবেই বাস্তবায়ন হতে দিবে না।

তিনি বলেন, ‘বিতর্কিত ও জালিয়াতির বাক্স’ হিসেবে খ্যাত ইভিএম ব্যবহার বন্ধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করার লক্ষ্যে কেয়ারটেকার সরকার বা দলনিরপেক্ষ সরকার প্রতিষ্ঠার আন্দোলনে আমি সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছি।”