১ জুন ২০২২, বুধবার, ১০:১৩

উচ্চ আদালতের জামিন লাভের পর মিয়া গোলাম পরওয়ারকে সাজানো মামলায় গ্রেফতার দেখানোর ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ

-ডা. শফিকুর রহমান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার দেশের সর্বোচ্চ আদালত থেকে জামিন লাভের পর তৃতীয় বারের মতো আবারো তাঁকে সাজানো মামলা দিয়ে গ্রেফতার দেখানোর ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান ১ জুন এক বিবৃতি প্রদান করেছেন।

বিবৃতিতে তিনি বলেন, “বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ারকে ২০২১ সালের ৬ সেপ্টেম্বর গ্রেফতারের পর মামলা দিয়ে কারাগারে পঠানো হয়। দেশের সর্বোচ্চ আদালত থেকে জামিন পাওয়ার পর কারাগার থেকে মুক্তির আগেই আরো দুটো মামলা দিয়ে তাঁকে কারাগারে আটকিয়ে রাখা হয়। তিনি ঐ মামলায় জামিন পাওয়ার পরও তাঁকে মুক্তি না দিয়ে আরো তিনটি মিথ্যা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।

আদালত থেকে জামিন পাওয়ার পর মুক্তি না দিয়ে মিথ্যা মামলা আবিষ্কার করে বারবার গ্রেফতারের ঘটনা দেশের আইন, সংবিধান এ মানবাধিকারের চরম লংঘন। এ ঘটনার মাধ্যমে সরকার অধ্যাপক মিয়া গোলাম পরওয়ারের মৌলিক অধিকারের উপর অত্যন্ত নগ্নভাবে হস্তক্ষেপ করছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

দেশে মানবাধিকার, বাক স্বাধীনতা হরণ, গণতান্ত্রিক অধিকারের উপর নগ্ন হস্তক্ষেপের ঘটনায় আন্তর্জাতিক বিভিন্ন মানবাধিকার সংগঠন ও প্রতিষ্ঠান উদ্বেগ প্রকাশ করলেও সরকার সেদিকে কোনো ভ্রুক্ষেপ করছে না। তাদের ফ্যাসিবাদী আচরণ দিন দিন বেড়েই চলেছে। সরকার দেশকে সার্বিকভাবে একটি সংকটজনক পরিস্থিতির দিকে নিয়ে যাচ্ছে।

আমরা অবিলম্বে অধ্যাপক মিয়া গোলাম পরওয়ারসহ গ্রেফতারকৃত জামায়াতে ইসলামীর সকল নেতাকর্মীদের নিঃশর্তভাবে মুক্তি দেয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহবান জানাচ্ছি।”