২৩ অক্টোবর ২০২১, শনিবার, ৬:০৩

রাজশাহী ও চট্টগ্রামে ১৩ জন নেতা-কর্মী গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ

বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহীর পবা উপজেলার ১২ জন নেতা-কর্মী এবং চট্টগ্রামের মীরসরাই সদর ইউনিয়নের সাবেক আমীরকে গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম ২৩ অক্টোবর এক বিবৃতি প্রদান করেছেন।

“বিবৃতিতে তিনি বলেন, ২১ অক্টোবর বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহীর পবা উপজেলায় সীরাতুন্নবী (সাঃ)-এর এক আলোচনা সভা থেকে ১২ জন নেতা-কর্মীকে এবং ২০ অক্টোবর রাতে চট্টগ্রামের মীরসরাই সদর উপজেলা শাখার সাবেক আমীর মোঃ কফিল উদ্দিন লতিফীকে পুলিশ গ্রেফতার করেছে। জামায়াতে ইসলামী কোনো নিষিদ্ধ দল নয়। ধর্মীয় আলোচনা করা, সভা-সমাবেশ করা ও মতপ্রকাশের স্বাধীনতা সংবিধান স্বীকৃত নাগরিক অধিকার। এ অধিকারে হস্তক্ষেপ করার সুযোগ দেশের সংবিধানে কাউকে দেয়নি। সীরাতুন্নবী (সা:) উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভা থেকে এভাবে নেতা-কর্মীদের গ্রেফতার করে সরকার মূলত রাসূল (সা:) এর সীরাত এবং দেশের সংবিধানের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। অপরদিকে মীরসরাই সদর ইউনিয়নের সাবেক আমীর মোঃ কফিল উদ্দিন লতিফীকে ষড়যন্ত্রমূলকভাবে মিথ্যা অভিযোগ দিয়ে গ্রেফতার করা হয়েছে। আমরা এ সকল অন্যায় গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

অবিলম্বে রাজশাহীর পবা উপজেলায় গ্রেফতারকৃত ১২ জন এবং চট্টগ্রামের মীরসরাই সদর ইউনিয়নের সাবেক আমীরসহ সারাদেশে গ্রেফতারকৃত জামায়াতের সকল নেতা-কর্মীকে মুক্তি দেয়ার জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি।”