২৮ মে ২০২১, শুক্রবার, ১০:৩৬

মোঃ তৈয়ব আলীকে অন্যায়ভাবে গ্রেফতার করার তীব্র নিন্দা ও প্রতিবাদ

বাংলাদেশ জামায়াতে ইসলামী দিনাজপুর উত্তর সাংগঠনিক জেলা শাখার সাবেক সেক্রেটারি ও বর্তমান কর্মপরিষদ সদস্য জনাব মোঃ তৈয়ব আলীকে ২৭ মে দিবাগত রাত আড়াইটায় অন্যায়ভাবে গ্রেফতার করার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম ২৮ মে এক বিবৃতি প্রদান করেন।

বিবৃতিতে তিনি বলেন, “২৭ মে দিবাগত রাত আড়াইটায় দিনাজপুর উত্তর সাংগঠনিক জেলা শাখার সাবেক সেক্রেটারি ও বর্তমান কর্মপরিষদ সদস্য জনাব মোঃ তৈয়ব আলীকে দিনাজপুর শহরস্থ নিজ বাসা থেকে পুলিশ অন্যায়ভাবে গ্রেফতার করে নিয়ে যায়। তার বিরুদ্ধে কোনো ওয়ারেন্ট ছিল না। বেশ কিছু দিন যাবত পুলিশ সারা দেশেই অভিযান চালিয়ে জামায়াতে ইসলামীর নেতা-কর্মীদেরকে অন্যায়ভাবে গ্রেফতার করছে। সরকার মানুষের চলাফেরার স্বাভাবিক অধিকার ও বাক-স্বাধীনতা কেড়ে নিয়েছে। গোটা দেশ আজ এক বৃহৎ কারাগারে পরিণত হয়েছে। আমি সরকারের এই অন্যায় গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

বিবৃতিতে তিনি আরো বলেন, রাষ্ট্রের আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের উপর অর্পিত দায়িত্ব পালনের পরিবর্তে সরকারের হাতিয়ার হিসেবে ব্যবহৃত হচ্ছে। জুলুম-নিপীড়নের পরিণতি কখনো শুভ হয় না।

জনাব মোঃ তৈয়ব আলীসহ সারাদেশে গ্রেফতারকৃত সকল নেতা-কর্মীকে অবিলম্বে মুক্তি দেওয়ার জন্য আমি সংশ্লিষ্ট মহলের প্রতি আহ্বান জানাচ্ছি।”

অপর এক যুক্ত বিবৃতিতে দিনাজপুর উত্তর সাংগঠনিক জেলা শাখার আমীর অধ্যক্ষ মোঃ আনিসুর রহমান, সেক্রেটারি মাওঃ রবিউল ইসলাম ও দিনাজপুর শহর শাখার আমীর জনাব সিরাজুস সালেহীন জনাব মোঃ তৈয়ব আলীকে অন্যায়ভাবে গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং তাকে অবিলম্বে মুক্তি দেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।