২৭ এপ্রিল ২০২১, মঙ্গলবার, ৪:৪৬

আমাদের সময়সহ কয়েকটি অনলাইন পত্রিকায় জামায়াতের বিরুদ্ধে মিথ্যাচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ

২৬ এপ্রিল দৈনিক আমাদের সময় ও কয়েকটি অনলাইন পত্রিকায় “বঙ্গবন্ধুর খুনি মেজর ডালিমের আত্মীয় মামুনুল” শিরোনামে প্রকাশিত খবরে জামায়াতের বিরুদ্ধে যে মিথ্যাচার করা হয়েছে তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও কেন্দ্রীয় প্রচার সেক্রেটারি জনাব মতিউর রহমান আকন্দ ২৭ এপ্রিল প্রদত্ত এক বিবৃতিতে বলেন,

“২৬ এপ্রিল দৈনিক আমাদের সময় ও কয়েকটি অনলাইন পত্রিকায় ‘বঙ্গবন্ধুর খুনি মেজর ডালিমের আত্মীয় মামুনুল’ শিরোনামে প্রকাশিত খবরে জামায়াতের বিরুদ্ধে যে তথ্য পরিবেশন করা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট এবং কাল্পনিক তথ্য নির্ভর। রিপোর্টে ‘জামায়াতের শীর্ষ দুই নেতার সঙ্গে যোগাযোগের মাধ্যমে কওমি মাদরাসার ছাত্রদের ব্যবহার করে সরকার উৎখাতের ছক এঁকেছিলেন মামুনুল হক’ মর্মে জামায়াতের দুই শীর্ষ নেতার সাথে যোগাযোগের যে তথ্য দেয়া হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা। কোন্ দুই জন শীর্ষ নেতার সাথে কোথায় কখন যোগাযোগ করা হয়েছে রিপোর্টে সে সম্পর্কে কিছুই বলা হয়নি। আমরা সেই দুই জন শীর্ষ নেতার নাম জানতে চাই। আমরা স্পষ্ট ভাষায় জানাতে চাই, জামায়াতের কোনো পর্যায়ের কোনো নেতার সাথে তাদের কারো যোগাযোগ হয়নি। এটি সংশ্লিষ্ট প্রতিবেদকের উর্বর মস্তিষ্কের মনগড়া বক্তব্য ছাড়া আর কিছু নয়।

সম্প্রতি আমরা লক্ষ্য করছি কোনো ঘটনা ঘটলেই তার সাথে জামায়াতকে জড়িয়ে মিথ্যা খবর প্রকাশ করা হচ্ছে এবং এ ধরনের সংবাদ প্রকাশ এক শ্রেণীর সাংবাদিকের বদ অভ্যাসে পরিণত হয়েছে।

জামায়াতের বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট ও বিভ্রান্তিকর খবর প্রকাশ করা থেকে বিরত থাকার জন্য আমি সংশ্লিষ্ট মহলের প্রতি আহবান জানাচ্ছি।”