৩ এপ্রিল ২০২১, শনিবার, ৬:৪১

জাতীয় সংসদে জামায়াতে ইসলামীসহ অন্যান্য রাজনৈতিক দলের বিরুদ্ধে শেখ সেলিমের মিথ্যাচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ

৩ এপ্রিল জাতীয় সংসদে আওয়ামী লীগ নেতা শেখ ফজলুল করিম সেলিম জামায়াতে ইসলামীসহ অন্যান্য রাজনৈতিক দলের বিরুদ্ধে যে মিথ্যা বক্তব্য রেখেছেন, তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান ৩ এপ্রিল প্রদত্ত এক বিবৃতিতে বলেন,

“স্বাধীনতার ৫০ বছর পূর্তির মুহূর্তে গোটা জাতি যখন ইতিবাচক কর্মসূচি পালন করছে, তখন সম্পূর্ণ বিনা উস্কানীতে সরকারের পুলিশ ও সরকার দলীয় সন্ত্রাসীরা ঢাকা, চট্টগ্রাম, ব্রাহ্মণবাড়িয়া, মুন্সীগঞ্জ, টাঙ্গাইলসহ দেশের বিভিন্ন স্থানে হামলা চালিয়ে ১৭ জন মুসল্লিকে হত্যা এবং শত শত মানুষকে আহত করেছে। ব্রাহ্মণবাড়িয়াসহ সারা দেশে কয়েক দিন যাবত চলেছে সরকারী তাণ্ডব। শুধু ব্রাহ্মণবাড়িয়াতেই ১১ জন ইসলাম প্রিয় জনতাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। সারা দেশে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরসহ বিভিন্ন রাজনৈতিক দলের কয়েক শত নেতা-কর্মীকে গ্রেফতার করা হয়েছে। স্বাধীনতার মাসে সরকার কর্তৃক জুলুম-নিপীড়ন চালিয়ে স্বাধীনতার ৫০-তম দিবসটি রক্তাক্ত করা হয়েছে।

বায়তুল মোকাররম জাতীয় মসজিদে নামাজ পড়া অবস্থায় বাইরে থেকে পুলিশের সাথে যারা মুসল্লিদের উপর হামলা করেছে এবং ব্রাহ্মণবাড়িয়ায় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে মিশে সাধারণ পোশাকে যারা হামলা চালিয়েছে তাদেরকে শনাক্ত করে আইনের আওতায় এনে কঠোর শাস্তি দেয়া সরকারের দায়িত্ব।

যে কোনো রাজনৈতিক দলের কর্মসূচি পালন তাদের সাংবিধানিক ও গণতান্ত্রিক অধিকার। এই অধিকার বাধাগ্রস্ত করে সরকার মারাত্মকভাবে সংবিধান লংঘন করেছে। ৩ এপ্রিল জাতীয় সংসদে জনাব শেখ সেলিম যে বক্তব্য রেখেছেন, তা তৌহিদী জনতার সাথে উপহাস ছাড়া আর কিছু নয়। আমরা সরকারের জুলুম-নিপীড়ন বন্ধ করে ঢাকা, চট্টগ্রাম, ব্রাহ্মণবাড়িয়ার হত্যাকাণ্ডের সাথে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের আহবান জানাচ্ছি।”