২৮ ফেব্রুয়ারি ২০২১, রবিবার, ৮:৫৭

ছাত্রদলের ঘোষিত সমাবেশে পুলিশের লাঠিচার্জে বহু নেতা-কর্মী আহতের ঘটনার নিন্দা

জাতীয় প্রেসক্লাবের সামনে ২৮ ফেব্রুয়ারি সকালে জাতীয়তাবাদী ছাত্রদল কর্তৃক ঘোষিত সমাবেশে পুলিশ বেপরোয়া লাঠিচার্জ করে বহু নেতা-কর্মী আহত করার ঘটনার নিন্দা জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল জনাব হামিদুর রহমান আযাদ ২৮ ফেব্রুয়ারি ২০২১ এক বিবৃতি প্রদান করেছেন।

বিবৃতিতে তিনি বলেন, “কারাগারে বন্দি অবস্থায় অনলাইন অ্যাক্টিভিস্ট-সাংবাদিক মুশতাক আহমেদকে হত্যার প্রতিবাদে ২৮ ফেব্রুয়ারি সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয়তাবাদী ছাত্রদল কর্তৃক পূর্ব ঘোষিত সমাবেশে বহু নেতা-কর্মী জড়ো হতে থাকে। এ সময় পুলিশ প্রতিবাদ সমাবেশ করতে বাধা দিলে ছাত্রদল নেতা-কর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ শুরু হয়। এক পর্যায়ে পুলিশ প্রেসক্লাবের ভেতরে ঢুকে বেধড়ক লাঠিচার্জ করে ও টিয়ারসেল নিক্ষেপ করে। এতে সাংবাদকিসহ বহু লোক আহত হয়।

বিবৃতিতে তিনি আরো বলেন, প্রেসক্লাব একটি জাতীয় প্রতিষ্ঠান। অতীতে কখনো পুলিশ প্রেসক্লাবে ঢুকে এভাবে বেপরোয়া লাঠিচার্জ করেনি। প্রেসক্লাবের দীর্ঘদিনের সেই ঐতিহ্য পুলিশ আজ ভঙ্গ করেছে এবং সাংবাদিকসহ বহু মানুষকে পিটিয়ে গুরুতরভাবে আহত করেছে। আমরা পুলিশের এই ন্যক্কারজনক হামলার ঘটনার নিন্দা জানাই।”