১৩ নভেম্বর ২০২০, শুক্রবার, ১২:২০

রাজধানীর বিভিন্ন স্থানে ১০টি যাত্রীবাহী বাসে অগ্নি সংযোগের ঘটনার নিন্দা

এভাবে প্রকাশ্য দিবালোকে জনসম্মুখে বাস পুড়িয়ে দেয়ার ঘটনায় প্রমাণিত হয় দেশে মানুষের জানমালের কোনো নিরাপত্তা নেই

গত ১২ নভেম্বর রাজধানী ঢাকার বিভিন্ন স্থানে ১০টি যাত্রীবাহী বাসে অগ্নি সংযোগের ঘটনার নিন্দা জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার ১৩ নভেম্বর প্রদত্ত এক বিবৃতিতে বলেন,

“১২ নভেম্বর রাজধানী ঢাকার বিভিন্ন স্থানে পৃথক পৃথকভাবে ১০টি যাত্রীবাহী বাসে অগ্নি সংযোগ করা হয়েছে। এতে বেশ কিছু সংখ্যক বাস পুড়ে বিপুল আর্থিক ক্ষয়ক্ষতি সংঘটিত হয়েছে। এভাবে প্রকাশ্য দিবালোকে জনসম্মুখে বাস পুড়িয়ে দেয়ার ঘটনায় প্রমাণিত হয় দেশে মানুষের জানমালের কোনো নিরাপত্তা নেই। সকল ক্ষেত্রে সরকারের ব্যর্থতার চিত্রই যেন ফুটে উঠছে। কোনো কারণ ছাড়াই হঠাৎ করে এ ধরনের অগ্নি সংযোগের ঘটনা পূর্ব পরিকল্পিত কোনো ষড়যন্ত্র বাস্তবায়নের নীলনকশা কিনা তা দেশবাসী জানতে চায়? দেশ ও জনস্বার্থ বিরোধী সকল প্রকার ধ্বংসাত্মক কর্মকাণ্ডের বিরুদ্ধে সতর্ক ও সোচ্চার ভূমিকা পালন করার জন্য আমরা সচেতন দেশবাসীর প্রতি অনুরোধ করছি।

একই দিনে বিপুল সংখ্যক বাস পুড়ানোর ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে এর সাথে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহবান জানাচ্ছি।”