১২ অক্টোবর ২০২০, সোমবার, ৬:১২

নারায়ণগঞ্জে সাংবাদিক ইলিয়াছ শেখ হত্যাকান্ডের ঘটনার নিন্দা ও প্রতিবাদ

নারায়ণগঞ্জের বন্দরে ইলিয়াছ শেখ নামে একজন সাংবাদিককে হত্যা করার ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও কেন্দ্রীয় প্রচার বিভাগের সেক্রেটারী জনাব মতিউর রহমান আকন্দ ১২ অক্টোবর এক বিবৃতি প্রদান করেছেন।

বিবৃতিতে তিনি বলেন, “নারায়ণগঞ্জ থেকে প্রকাশিত দৈনিক বিজয় পত্রিকার স্টাফ রিপোর্টার ও ফটোসাংবাদিক ইলিয়াছ শেখকে ১১ অক্টোবর রাত ৯টায় বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের একটি বাজারে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয়েছে। স্থানীয় মাদক ব্যবসায়ী ও অবৈধভাবে গ্যাস সংযোগের সাথে জড়িতদের বিরুদ্ধে রিপোর্ট প্রকাশ করার কারণেই তাকে হত্যা করা হয়েছে। দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি এমন পর্যায়ে চলে গেছে যে, একজন সাংবাদিকও তাদের কর্মস্থলে আজ নিরাপদ নয়। ইতোপূর্বে বিভিন্ন হুমকি-ধমকির কারণে তিনি তার জীবনের নিরাপত্তা চেয়ে থানায় জিডি করেছিলেন। প্রশাসনের পক্ষ থেকে এ ব্যাপারে কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি। এই সরকারের আমলে অনেক সাংবাদিককে জীবন দিতে হয়েছে, যার সর্বশেষ শিকার হলেন সাংবাদিক ইলিয়াছ শেখ। আমরা এ ন্যক্কারজনক হত্যাকান্ডের ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

অবিলম্বে সাংবাদিক ইলিয়াছ শেখসহ সকল সাংবাদিক হত্যাকান্ডের ঘটনার সাথে জড়িতদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান এবং সাংবাদিক দলন-পীড়ন বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করার জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহবান জানাচ্ছি।”