৭ অক্টোবর ২০২০, বুধবার, ৪:৩০

আনোয়ারুল হক কাজলকে গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ

বাংলাদেশ জামায়াতে ইসলামী রংপুর মহানগরের তাজহাট থানা শাখার আমীর জনাব আনোয়ারুল হক কাজলকে গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার ৭ অক্টোবর এক বিবৃতি প্রদান করেছেন।

বিবৃতিতে তিনি বলেন, “গত ৬ অক্টোবর রাতে বাংলাদেশ জামায়াতে ইসলামী রংপুর মহানগর শাখার শূরা ও কর্মপরিষদ সদস্য ও তাজহাট থানা শাখার আমীর জনাব আনোয়ারুল হক কাজল এবং শরীফ আহমেদ রিজভী নামে একজনকে তাদের নিজ বাসা থেকে কোনো কারণ ছাড়াই পুলিশ গ্রেফতার করেছে। বিশেষ ক্ষমতা আইনের ১৫(৩) ধারায় তাদের গ্রেফতার দেখানো হয়েছে। তাদের বিরুদ্ধে কোনো ওয়ারেন্ট ছিল না। শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার হীন উদ্দেশ্যই তাদের গ্রেফতার করা হয়েছে।

সারাদেশে হত্যা, ধর্ষণ ও নারী নির্যাতন এখন মহামারী আকার ধারণ করেছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি এবং নারী নির্যাতন ও ধর্ষণের ঘটনায় যখন সারাদেশে তোলপাড় চলছে ঠিক তখন জামায়াতে ইসলামীর নেতা-কর্মীদের গ্রেফতার করার মাধ্যমে সরকার জনমত ভিন্ন দিকে প্রবাহিত করার অপচেষ্টা চালাচ্ছে। তাদের এ প্রচেষ্টা কখনো সফল হবেনা। জনবিস্ফোরণ ও জনগণের স্বতঃস্ফূর্ত আন্দোলনের মাধ্যমে তাদের এ অপচেষ্টা ব্যর্থ হবে।

অবিলম্বে জনাব আনোয়ারুল হক কাজলসহ সারাদেশে গ্রেফতারকৃত সকল নেতা-কর্মীদের মুক্তি দেয়ার জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহবান জানাচ্ছি।”