১৬ জুলাই ২০২০, বৃহস্পতিবার, ৪:১৪

দৈনিক জনকন্ঠ পত্রিকায় জামায়াতকে জড়িয়ে প্রকাশিত খবরের প্রতিবাদ

দৈনিক জনকন্ঠ পত্রিকার শেষ পৃষ্ঠায় “বিএনপি-জামায়াতের পাণ্ডা আজম খান নারী পাচারের হোতা” শিরোনামে জামায়াত কে জড়িয়ে যে খবর প্রকাশিত হয়েছে তার প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও কেন্দ্রীয় প্রচার বিভাগের সেক্রেটারি জনাব মোঃ মতিউর রহমান আকন্দ ১৬ জুলাই এক বিবৃতি প্রদান করেছেন।

বিবৃতিতে তিনি বলেন, “১৬ জুলাই দৈনিক জনকন্ঠ পত্রিকার শেষ পৃষ্ঠায় 'বিএনপি-জামায়াতের পাণ্ডা আজম খান নারী পাচারের হোতা' শিরোনামে জামায়াতকে জড়িয়ে যে খবর প্রকাশিত হয়েছে তা সর্বৈব মিথ্যা। খবরে উল্লেখিত ব্যক্তির সাথে জামায়াত-শিবিরের কখনো কোনো ধরনের সম্পর্ক ছিল না এবং এখনো নেই। কাল্পনিক তথ্যের ভিত্তিতে তার সাথে জামায়াতের সম্পর্ক আবিষ্কার করা হয়েছে। জামায়াতের কোন্ ব্যক্তির সাথে আজম খানের কী ধরনের সম্পর্ক ছিল তা খবরে বলা হয়নি।

জামায়াত পরিচ্ছন্ন রাজনীতিতে বিশ্বাসী একটি আদর্শবাদী দল। নারী পাচারসহ এ ধরনের জঘন্য অপরাধের সাথে জামায়াত-শিবিরের কোন্ পর্যায়ের কোন্ নেতা-কর্মী জড়িত ছিল এখনো পর্যন্ত তা কেউ প্রমাণ করতে পারেনি। শুধুমাত্র জামায়াত-শিবিরের ভাবমর্যাদা ক্ষুণ্ন করা এবং জনমনে বিভ্রান্তি সৃষ্টি করার হীন উদ্দেশ্যেই এ ধরনের মিথ্যা ও কাল্পনিক রিপোর্ট তৈরী করা হয়েছে।

ভবিষ্যতে এ ধরনের আজগুবি ও মিথ্যা খবর প্রকাশ করা থেকে বিরত থাকার জন্য আমি দৈনিক জনকন্ঠ পত্রিকা কর্তৃপক্ষের প্রতি আহবান জানাচ্ছি।”