১৫ ফেব্রুয়ারি ২০২০, শনিবার, ১০:১০

দৈনিক কালের কণ্ঠ পত্রিকার ‘সাজাপ্রাপ্ত সুবহানের মৃত্যু’ শিরোনামে প্রকাশিত খবরের তীব্র নিন্দা ও প্রতিবাদ

দৈনিক কালের কণ্ঠ পত্রিকার শেষ পৃষ্ঠায় ‘সাজাপ্রাপ্ত সুবহানের মৃত্যু’ শিরোনামে প্রকাশিত খবরে যে অসত্য তথ্য পরিবেশন করা হয়েছে তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান ১৫ ফেব্রুয়ারী প্রদত্ত এক বিবৃতিতে বলেন, “দৈনিক কালের কণ্ঠ পত্রিকায় প্রকাশিত খবরে মাওলানা মুহাম্মদ আবদুস সোবহানের বিরুদ্ধে যে তথ্য প্রকাশিত হয়েছে তা সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যেপ্রণোদিত।

প্রকাশিত সংবাদে মাওলানা মুহাম্মদ আবদুস সোবহানের বিরুদ্ধে প্রমাণিত ৩টি অভিযোগে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে মর্মে যে তথ্য প্রদান করা হয়েছে তা সঠিক নয়। মাওলানা আবদুস সোবহান ট্রাইবুনালের রায়ের বিরুদ্ধে মহামান্য সুপ্রীমকোর্টে আপীল করেছেন। তা শুনানীর অপেক্ষায় রয়েছে। আপীল নিষ্পত্তি হওয়ার পূর্বে কাউকে দোষী বলার কোনো সুযোগ নেই। সুতরাং মহামান্য সুপ্রীম কোর্টে আপীল মামলাটি নিষ্পত্তি হওয়ার আগেই তাকে দোষী সাব্যস্ত করা তার বিরুদ্ধে মিথ্যা অপবাদ দেয়া ছাড়া আর কিছুই নয়।

‘মসজিদ থেকে বের করে তলোয়ার দিয়ে গলা কেটে ছিলেন’ বলে তাকে যে অপবাদ দেয়া হয়েছে তা যে কত বড় ডাহা মিথ্যা, তা আজকের জানাজায় লাখো জনতার উপস্থিতি থেকেই প্রমাণিত। তার সালাতে জানাজায় লাখো মানুষের উপস্থিতি প্রমাণ করে যে, তার বিরুদ্ধে আনীত অভিযোগগুলো সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। পাবনায় তার ঐতিহাসিক জানাযায় লাখো জনতা সাক্ষ্য দিয়েছে যে, মাওলানা মুহাম্মদ আবদুস সোবহানের বিরুদ্ধে দায়ের করা অভিযোগগুলো সম্পূর্ণ মিথ্যা। কালের কণ্ঠ পত্রিকা মিথ্যা সংবাদ পরিবেশন করে জনগণকে বিভ্রান্ত করার যে অপকৌশল নিয়েছিল তা সফল হয়নি।

আমি আশা করছি যে, ভবিষ্যতে দৈনিক কালের কণ্ঠ পত্রিকা কর্তৃপক্ষ এ ধরনের ভুল ও বিভ্রান্তিকর সংবাদ পরিবেশন করা থেকে বিরত থাকবেন এবং অত্র প্রতিবাদটি যথাস্থানে ছেপে জনমনে সৃষ্ট বিভ্রান্তি নিরসন করবেন।”