৮ নভেম্বর ২০১৯, শুক্রবার, ১০:০১

যাত্রীবাহী বাসের সংঘর্ষে ৭ জন নিহত হওয়ার মর্মান্তিক ঘটনায় গভীর শোক এবং উদ্বেগ প্রকাশ

পঞ্চগড়-তেঁতুলিয়া মহাসড়কের মাগুরমারি এলাকায় আজ ৮ নভেম্বর ইজিবাইক ও যাত্রীবাহী বাসের সংঘর্ষে একই পরিবারের ৭ জন নিহত হওয়ার মর্মান্তিক ঘটনায় গভীর শোক এবং উদ্বেগ প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর জনাব মকবুল আহমাদ আজ ৮ নভেম্বর প্রদত্ত এক বিবৃতিতে বলেন, “পঞ্চগড়-তেঁতুলিয়া মহাসড়কের মাগুরমারি এলাকায় আজ ৮ নভেম্বর ইজিবাইক ও যাত্রীবাহী বাসের সংঘর্ষে একই পরিবারের ৭ জন নিহত হওয়ার মর্মান্তিক ঘটনায় আমি গভীর শোক এবং উদ্বেগ প্রকাশ করছি।

আমি আশা করি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষভাবে তদন্ত করে এ ঘটনার জন্য দায়ী ব্যক্তিদের আইনের আওতায় এনে কঠোর শাস্তি প্রদান করবেন। নিহতদের পরিবার-পরিজনদের উপযুক্ত ক্ষতিপূরণ প্রদান করার জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি। সেই সাথে জামায়াতে ইসলামীর স্থানীয় নেতা-কর্মীদের সাহায্যের হাত বাড়িয়ে নিহতদের পরিবার-পরিজনদের পাশে দাঁড়াবার জন্য আহ্বান জানাচ্ছি।

আমি তাদের সকলের রূহের মাগফিরাত কামনা করছি এবং তাদের শোক-সন্তপ্ত পরিবার-পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।”