২৫ অক্টোবর ২০১৯, শুক্রবার, ৮:৩৫

যমুনা টিভির অনলাইন পোর্টালে প্রকাশিত ভিত্তিহীন মিথ্যা রিপোর্টের তীব্র নিন্দা ও প্রতিবাদ

যমুনা টিভির অনলাইন পোর্টালে আজ ২৫ অক্টোবর প্রকাশিত একটি রিপোটে ফেনীর মাদ্রাসা ছাত্রী নুসরাত হত্যাকারী হিসেবে সাজাপ্রাপ্ত মাদ্রাসার অধ্যক্ষ সিরাজ-উদ-দৌলাকে জামায়াতের রুকন ও হাফেজ আব্দুল কাদেরকে জামায়াতের কর্মী এবং জাবেদ হোসেন, জোবায়ের, আব্দুর রহীম শরীফ, ইফতেখার উদ্দিন রানা, মহিউদ্দিন শাকিলকে শিবির কর্মী হিসেবে অভিহিত করে ভিত্তিহীন যে সব প্রচারণা চালানো হয়েছে তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়ে আজ ২৫ অক্টোবর প্রদত্ত এক বিবৃতিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার বিভাগের সেক্রেটারী অধ্যাপক মোঃ তাসনীম আলম বলেন, “যমুনা টিভির অনলাইন পোর্টালে আজ ২৫ অক্টোবর প্রকাশিত ভিত্তিহীন মিথ্যা রিপোর্টটি দেখে আমি বিস্মিত হয়েছি। আমি ঐ ভিত্তিহীন মিথ্যা রিপোর্টের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

আমি অত্যন্ত দৃঢ়তার সাথে জানাতে চাই যে, উপরে উল্লেখিত ব্যক্তিগণের কেউই জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরের সাথে জড়িত নয়। অধ্যক্ষ সিরাজ-উদ-দৌলাকে সংগঠনের শৃংখলা বিরোধী তৎপরতায় জড়িত থাকার অভিযোগে বহু পূর্বেই জামায়াতে ইসলামী থেকে বহিস্কার করা হয়েছে। জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরের ভাব-মর্যাদা ক্ষুন্ন করার হীন উদ্দেশ্যেই এ ভিত্তিহীন মিথ্যা রিপোর্টটি প্রকাশ করা হয়েছে। এ ধরনের ভিত্তিহীন মিথ্যা রিপোর্ট প্রকাশ করা বস্তুনিষ্ঠ সৎ সাংবাদিকতার নীতিমালার পরিপন্থী।

কাজেই এ ধরনের ভিত্তিহীন মিথ্যা রিপোর্ট প্রকাশ করা থেকে বিরত থাকার জন্য আমি যমুনা টিভির অনলাইন পোর্টাল পত্রিকা কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়ে আশা করছি তারা অত্র প্রতিবাদটি যথাযথভাবে প্রচার করে সৃষ্ট বিভ্রান্তি নিরসন করবেন।”