৯ নভেম্বর ২০২৪, শনিবার, ১২:০৮

ঝিনাইদহ জেলা জামায়াতের রুকন সম্মেলন অনুষ্ঠিত

দেশের মানুষ জামায়াতে ইসলামীকে নিয়ে স্বপ্ন দেখছে

-মোবারক হোসাইন

বাংলাদেশ জমায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য এবং যশোর-কুষ্টিয়া অঞ্চল পরিচালক জনাব মোবারক হোসাইন বলেন, “আওয়ামী লীগ সরকার বাংলাদেশ জামায়াতে ইসলামীকে শেষ করে দিতে চেয়েছিলো। আওয়ামী লীগ সরকার মনে করেছিলো জামায়াতে ইসলামীর উপর নানাভাবে জুলুম-নির্যাতন চালালে জামায়াত শেষ হয়ে যাবে। কিন্তু তাদের সে ধারণা ভুল প্রমাণিত হয়েছে। জামায়াত বর্তমানে আবার ঘুরে দাঁড়িয়েছে। কিন্তু জনগণ আওয়ামী লীগকে পরিত্যাগ করেছে।”

তিনি ৯ নভেম্বর শনিবার ঝিনাইদহ জেলা জামায়াতের আমীর অধ্যাপক মাওলানা আলী আযম মোঃ আবু বকরের শপথ গ্রহণ ও জেলা মজলিসে শূরার সদস্য নির্বাচন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখছিলেন। এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যশোর ও কুষ্টিয়া অঞ্চলের টীম সদস্য অধ্যক্ষ ড. আলমগীর বিশ্বাস।

জনাব মোবারক হোসাইন আরও বলেন, “জামায়াতে ইসলামীর উপর মানুষের আস্থা ও বিশ্বাস বৃদ্ধি পেয়েছে। জামায়াতের জনপ্রিয়তা বাড়ছে। দেশের সকল শ্রেণি-পেশার মানুষ জামায়াতে ইসলামীকে নিয়ে স্বপ্ন দেখতে শুরু করেছে। দেশের মানুষ বলতে শুরু করেছে যে, আমরা অতীতে অনেক দলকে দেখেছি, এবার জামায়াতকে দেখব।”

জেলা আমীরের শপথ গ্রহণের পরে জনাব মোবারক হোসাইন জেলা মজলিসে শূরার সদস্য নির্বাচন পরিচালনা করেন। জেলার পুরুষ ও মহিলা রুকনগণ এতে গোপন ব্যালটের মাধ্যমে ভোট প্রদান করেন।