৩০ মে ২০২৩, মঙ্গলবার, ১০:১৩

কুমিল্লা-নোয়াখালী অঞ্চল জামায়াতের দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত

এক দফা আন্দোলনের মাধ্যমে সরকার পতন আন্দোলন শুরু হবে, ইনশাআল্লাহ

-মাওলানা এটিএম মা’ছুম

বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা'ছুম বলেছেন, খুব শীঘ্রই এক দফা সরকার পতন আন্দোলনের ঘোষণা আসবে, ইনশাহআল্লাহ।

বর্তমান দেশে কোন মানবাধিকার, আইনের শাসন, নাগরিক অধিকার ও ন্যায়বিচার বলতে কিছু নেই। বর্তমান জালেম সরকারের অধীনে কোনো সুষ্ঠু নির্বাচন হতে পারে না। কেয়ারটেকার সরকারের অধীনে আগামী সংসদ নির্বাচন দিতে সরকারকে বাধ্য করতে হবে। মানুষের অধিকার প্রতিষ্ঠার এই আন্দোলন বাস্তবে রূপ দেয়ার জন্য এক দফা সরকার পতন আন্দোলন শুরু হবে। সর্বস্তরের জনশক্তিকে আন্দোলনের প্রস্তুতি গ্রহণ করার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি।

মঙ্গলবার বিকাল ৩টায় কুমিল্লা-নোয়াখালী অঞ্চলের দায়িত্বশীলদের নিয়ে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্য তিনি এ কথা বলেন।

মাওলানা এটিএম মা'ছুম আরো বলেন, বর্তমান ফ্যাসিবাদী সরকার সকল অধিকার থেকে জনগণকে বঞ্চিত করেছে। তাদের অনিয়ম-অপকর্মের কারনে আজ মার্কিন ভিসার ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এর দায়বার জনগণ নিবে না সরকারকেই এর দায় বহন করতে হবে।

তিনি বলেন, বাংলাদেশের জনগণ আর এই অবৈধ সরকারকে দেখতে চায় না। তারা একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার চায। বাংলাদেশ জামায়াতে ইসলামী এই দেশে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে কাজ করে যাচ্ছে।

জামায়াতে ইসলামীর সাবেক আমীর ভাষা সৈনিক অধ্যাপক গোলাম আযম রাহিমাহুল্লাহ কেয়ারটেকার সরকারের রুপ রেখা উপস্থাপন করেছেন। এই কেয়ারটেকার সরকারের অধীনে নির্বাচন করে আওয়ামীলীগ সরকার গঠন করেছে। এখন তারা কেয়ারটেকার চায়না । তারা অবৈধভাবে ক্ষমতায় থাকতে চায়।

ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল বলেন, দেশ পরিচালনা করতে সৎ যোগ্য খোদাভীরু নেতৃত্ব সৃষ্টি করতে হবে। জামায়াতে ইসলামী সেই সৎ খোদাভীরু লোক সৃষ্টির জন্য কাজ করছে। জামায়াতে ইসলামীর গণতান্ত্রিক আন্দোলনের ঘোষণায় সরকার দিশেহারা হয়ে আমীরে জামায়াত ডাঃ শফিকুর রহমানকে অন্যায়ভাবে গ্রেফতার করে। তিনি সকল শীর্ষ নেতৃবৃন্দ এবং আলেম-উলামা ও সকল বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তি দাবি জানান।

দায়িত্বশীল সমাবেশে কুমিল্লা-নোয়াখালি অঞ্চলের সহকারী পরিচালক ও কুমিল্লা মহানগরী আমীর কাজী দ্বীন মোহাম্মদ এর পরিচালনায় এ সময় বক্তব্য রাখেন কুমিল্লা -নোয়াখালি অঞ্চল টিম সদস্য মু. আবদুস সাত্তার, কুমিল্লা দক্ষিণ জেলা আমীর এডভোকেট মোহাম্মদ শাহজাহান, কুমিল্লা উত্তর জেলা আমীর অধ্যাপক আব্দুল মতিন প্রমুখ।