২৪ ফেব্রুয়ারি ২০২৩, শুক্রবার, ৯:৫২

ব্রাহ্মণবাড়িয়া জেলা জামায়াতের রুকন সম্মেলন অনুষ্ঠিত

কেয়ারটেকার সরকার প্রতিষ্ঠার আন্দোলনে সবাইকে ময়দানে বলিষ্ঠ ভূমিকা রাখতে হবে

-অধ্যাপক মুজিবুর রহমান

২৪ ফেব্রুয়ারি শুক্রবার ব্রাহ্মণবাড়িয়া জেলা জামায়াতের উদ্যোগে ভার্চুয়ালি এক রুকন সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীর ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান। সভাপতিত্ব করেন জেলা আমীর জনাব মুহাম্মাদ গোলাম ফারুক ও অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা সেক্রেটারি মাওলানা মুহাম্মাদ মোবারক হোসাইন আখন্দ।

প্রধান অতিথি অধ্যাপক মুজিবুর রহমান বলেন, ইসলামী আন্দোলনের সর্বোচ্চ শপথের কর্মী হিসেবে রুকনদের প্রথমে পরিবারের সকল সদস্য ও আত্মীয়-স্বজনদের মাঝে দাওয়াত পৌঁছাতে হবে। নিয়মিত কুরআন অধ্যয়ন ও সার্বক্ষণিক আল্লাহকে স্মরণ করতে হবে। মোবাইল ব্যবহারের খারাপ দিক বিবেচনায় নিয়ে মোবাইল ব্যবহারের বিষয়ে রুকনদের সতর্ক থাকতে হবে।

তিনি আরো বলেন, জাতীয় পর্যায়ে সরকারের সকল অন্যায়-অবিচারের বিরুদ্ধে প্রতিবাদী হতে হবে এবং কেয়ারটেকার সরকার প্রতিষ্ঠার আন্দোলনে সবাইকে বলিষ্ঠ ভূমিকা পালন করতে হবে।

বিশেষ অতিথি ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম বলেন, অন্যায় ও পাপাচারের বিরুদ্ধে শক্ত অবস্থান নিতে হবে। শপথের কর্মীদেরকে উন্নত নৈতিক চরিত্রের অধিকারী হতে হবে এবং কুরআনে বর্ণিত গুণাবলি অর্জনে আপোষহীন থাকতে হবে।

সম্মেলেনে আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য এবং কুমিল্লা মহানগরীর আমীর ও কুমিল্লা অঞ্চলের সহকারী পরিচালক কাজী দ্বীন মোহাম্মদ, কুমিল্লা অঞ্চলের টীম সদস্য ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য বিশিষ্ট মুক্তিযোদ্ধা মোঃ আব্দুস সাত্তার, অঞ্চল টীম সদস্য ও সাবেক জেলা আমীর কাজী নজরুল ইসলাম খাদেম, সাবেক জেলা আমীর সৈয়দ গোলাম সারোয়ার, জেলা সহকারী সেক্রেটারি অধ্যাপক ফায়জুল করীম মনোয়ার, মাওলানা আমিনুল ইসলাম, জুনায়েদ হাসান, রাজিবুল হাসান বাপ্পী ও খুরশিদুল আলম প্রমুখ।