৩ ফেব্রুয়ারি ২০২৩, শুক্রবার, ৯:৫৪

পাবনা জেলা জামায়াতের উদ্যোগে বার্ষিক রুকন সম্মেলন অনুষ্ঠিত

জালিম সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলন করে মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে হবে

-অধ্যাপক মুজিবুর রহমান

৩ ফেব্রুয়ারি শুক্রবার বাংলাদেশ জামায়াতে ইসলামী পাবনা জেলা শাখার উদ্যোগে ভার্চ্যুয়ালি বার্ষিক রুকন সম্মেলন অনুষ্ঠিত হয়। জেলা জামায়াতের আমীর অধ্যাপক আবু তালেব মন্ডলের সভাপতিত্বে জেলা সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা ইকবাল হুসাইন এর পরিচালনায় অনুষ্ঠিত রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীর ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম এবং সহকারী সেক্রেটারি জেনারেল ও অঞ্চল পরিচালক মাওলানা আবদুল হালিম।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, দুনিয়াতে যারা আল্লাহর গোলামী করবে তারা হবে জান্নাতি। আর যারা আল্লাহর নাফরমানি করবে তারা হবে জাহান্নামী। তিনি রুকনদের উদ্দেশে বলেন, জান ও মালের কোরবানির মাধ্যমে সাহাবায়ে আজমাঈনদের ন্যায় দ্বীন প্রতিষ্ঠার জন্য নিজেদেরকে সদা প্রস্তুত রাখতে হবে। একমাত্র মহান আল্লাহ তাআলার খুশির জন্যই আমাদের সকল কাজ আঞ্জাম দিতে হবে। কুরআন-হাদীসের সর্বোচ্চ ইলম অর্জন করে সেই অনুযায়ী আমল করতে হবে। ব্যক্তিগত জীবনে আমাদের আত্মীয়তার সম্পর্ক বজায় রাখতে হবে। অছিয়ত করে যেতে হবে, ঋণমুক্ত জীবন-যাপন করতে হবে, অপরের হক নষ্ট করা যাবে না এবং সবাইকে ক্ষমা করতে হবে।

বর্তমান ক্ষমতাসীন সরকারকে মানুষের অধিকার হরণকারী উল্লেখ করে তিনি বলেন, এই জালিম সরকারের বিরুদ্ধে সকলে মিলে ঐক্যবদ্ধ আন্দোলন করে মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে হবে। আর সেই আন্দোলন একমাত্র আল্লাহর সাহায্যেই বিজয় লাভ করবে, ইনশাআল্লাহ।

তিনি আরও বলেন, ঐক্যবদ্ধ আন্দোলন করে কেয়ারটেকার সরকার ব্যবস্থা আদায় করতে হবে এবং এ কেয়ারটেকার সরকারের অধীনে নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা করতে হবে।”