২১ জানুয়ারি ২০২৩, শনিবার, ৯:২৯

যশোর-কুষ্টিয়া অঞ্চলের কর্মপরিষদ সদস্যদের শিক্ষা শিবির অনুষ্ঠিত

রাজনৈতিক কর্মসূচিতে জনশক্তিকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে

-অধ্যাপক মুজিবুর রহমান

জামায়াতে ইসলামী যশোর-কুষ্টিয়া অঞ্চলের উদ্যোগে কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও অঞ্চল পরিচালক জনাব মুবারক হোসাইনের সভাপতিত্বে ২০ জানুয়ারি কর্মপরিষদ সদস্যদের এক শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত শিক্ষা শিবিরে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত আমীর ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান। আরো বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম, সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি জনাব হামিদুর রহমান আযাদ, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম ও এ্যাড. এহসানুল মাহবুব জোবায়ের।

প্রধান অতিথি অধ্যাপক মুজিবুর রহমান জনশক্তির উদ্দেশ্যে বলেন, ‘মহান আল্লাহ যাকে ইচ্ছা ক্ষমতা দান করেন এবং যাকে ইচ্ছা ক্ষমতা থেকে সরিয়ে দেন। যাকে ইচ্ছা সম্মানিত করেন এবং যাকে ইচ্ছা অসম্মানিত করেন। তাই সকলকে আল্লাহর প্রকৃত গোলাম হতে হবে এবং প্রত্যেককে ঋণ মুক্ত হয়ে সবার হক আদায় করতে হবে। নিজেদের সম্পদের একটি অংশ দ্বীনের জন্য অসিয়ত করে যেতে হবে। আত্মীয় ও প্রতিবেশীর হক যথাযথভাবে আদায় করতে হবে। রাজনৈতিক কর্মসূচিগুলোতে জনশক্তির ব্যাপক অংশ গ্রহণের জন্য তিনি দায়িত্বশীলদের ভূমিকা রাখার নির্দেশ দেন।”

ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম বলেন, নিজেকে জাহান্নাম থেকে মুক্তি ও জান্নাত পেতে আত্মাকে পরিশুদ্ধ করতে হবে। জামায়াতে ইসলামীর ইতিহাস-ঐতিহ্য ও ভবিষ্যত পরিকল্পনার বিষয়ে আলোচনা পেশ করেন সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি জনাব হামিদুর রহমান আযাদ। দারসুল কুরআন পেশ করেন সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম। তিনি জনশক্তিকে আত্মপর্যালোচনায় মুমিনের বৈশিষ্ট্য অনুসরণের আহবান জানান। সহকারী সেক্রেটারি জেনারেল এ্যাড. এহসানুল মাহবুব জোবায়ের নেতৃত্বের সৌন্দর্য তুলে ধরে বক্তব্য রাখেন।

শিক্ষা শিবিরে আরো উপস্থিত ছিলেন অঞ্চল টিম সদস্য খন্দকার একেএম আলী মুহসিন ও অঞ্চলের জেলা আমীরগণ। অনুষ্ঠান সঞ্চালনা করেন অঞ্চল সহকারী পরিচালক মাওলানা আজিজুর রহমান ও টিম সদস্য ড. আলমগীর বিশ্বাস। সমাপনী বক্তব্যে জনাব মুবারক হোসাইন মেহমানসহ অংশগ্রহণকারী সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।