১২ আগস্ট ২০২২, শুক্রবার, ৯:৪৮

অসহায় মানুষের মুখে হাসি ফুটানোর জন্যই জামায়াত সবসময় কাজ করে থাকে

-অধ্যাপক মুজিবুর রহমান

জামায়াতে ইসলামীর উদ্যোগে সম্প্রতি ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের বাড়ি-ঘর পুনঃনির্মাণ প্রকল্পের আওতায় সিলেট জেলার জৈন্তাপুর উপজেলার বিড়াইমারা গ্রামের জনাব তাজুল ইসলামের ঘর পুনঃনির্মাণ করে ১২ আগস্ট আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন সিলেট উত্তর জেলা আমীর হাফেজ মাওলানা আনোয়ার হোসেন খান ও জেলা/উপজেলা সংগঠনের বিভিন্ন পর্যায়ের স্থানীয় জামায়াত নেতৃবৃন্দ।

অধ্যাপক মুজিবুর রহমান আনুষ্ঠানিকভাবে ঘর হস্তান্তরের পূর্বে উপস্থিত জনতার উদ্দেশে বলেন, “জামায়াতে ইসলামী জন্মলগ্ন থেকেই অসহায় আর্ত-মানবতার জন্য কাজ করে যাচ্ছে। আমরা আন্তরিকভাবে মানুষকে হৃদয় নিংড়ানো ভালোবাসা দিয়ে তাদের দুঃখ-দুর্দশা দূর করার সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছি। জামায়াতে ইসলামী এবারের ভয়াবহ বন্যায় মানুষের কষ্ট লাঘবে চেষ্টা চালিয়েছে। অসহায় মানুষের মুখে যেন আমরা হাসি ফুটাতে পারি সেজন্যই জামায়াত সবসময় কাজ করে থাকে। কিন্তু এটা যেন আমাদের রিয়া না হয়, লোক দেখানো কোনো কাজ না হয়। লোক দেখানো কাজকে শিরক বলা হয়েছে। এই শিরক থেকে যেন আমরা বেঁচে থাকতে পারি।

অধ্যাপক মুজিব আরো বলেন, আজ আমরা তাজুল ইসলামের মুখে হাসি ফুটানোর চেষ্টা করেছি। সমাজে তাজুল ইসলামের মতো আরো অনেক মানুষ আছে, যাদের মুখে হাসি ফুটানোর লোকের খুব অভাব। সরকার, বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও মানবিক সংগঠনসহ সমাজের বিত্তশালীদের প্রতি আর্ত-মানবতার সেবায় এগিয়ে আসার জন্য আমরা আহ্বান জানাচ্ছি। আমি মহান রাব্বুল আলামীনের কাছে দো’য়া করি, তিনি যেন সকল বালা-মুসিবত থেকে আমাদেরকে রক্ষা করেন।

তিনি বলেন, আমরা এই দেশকে অন্যায় ও জুলুমের হাত থেকে রক্ষা করে সত্যিকারার্থে সুখী-সমৃদ্ধশীল একটি সোনার বাংলাদেশ গড়ে তোলার জন্য কাজ করছি। দেশবাসীর সহযোগিতা পেলে ইনশাআল্লাহ বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি ইসলামী কল্যাণ রাষ্ট্র পরিচালনা করতে সক্ষম হবে।”