নিহতদের পরিবারের সদস্যদের নিয়ে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখছেন কেন্দ্রীয় নায়েবে আমীর ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান।
১২ সেপ্টেম্বর ২০২০, শনিবার, ৭:৪৮

নেত্রকোনায় ট্রলার ডুবে নিহতদের পরিবারের সদস্যদের সমবেদনা জানাতে তাদের বাড়িতে ছুটে যান অধ্যাপক মুজিবুর রহমান

গত ৯ সেপ্টেম্বর নেত্রকোনার কলমাকান্দা উপজেলার গুমাই নদীতে একটি ট্রলার ডুবে ১২ জন নিহত হয়েছেন। সেই নিহতদের পরিবারের সদস্যদের সমবেদনা জানাতে ১২ সেপ্টেম্বর তাদের বাড়িতে ছুটে যান বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান।

তিনি নিহতদের পরিবারের সদস্যদের নিয়ে একটি সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন। বক্তব্যে তিনি বলেন, গত ৯ সেপ্টেম্বর ট্রলার ডুবিতে যারা নিহত হয়েছেন, আমি তাদের জন্য মহান আল্লাহর কাছে দোয়া করছি, তিনি যেন তাদেরকে শাহাদাতের মর্যাদা দেন। তিনি বলেন, যদি কোনো দুর্ঘটনায় কোনো ঈমানদার ব্যক্তি নিহত হন, আল্লাহ তাকে শাহাদাতের মর্যাদা দান করেন। তিনি আরো বলেন, ট্রলার ডুবিতে যারা নিহত হলেন, তাদের পরিবারের শূন্যতা কিছুতেই পূরণ হবার নয়। একমাত্র আল্লাহই তার রহমতের চাদর দ্বারা সকল শূন্যতা পূরণ করে দিতে পারেন।

এ সময় তিনি নিহতদের কবর জিয়ারত করেন এবং তাদের পরিবার-পরিজনদের ধৈর্যধারণ ও এই শোক কাটিয়ে উঠার তাওফিক কামনা করে নিহতদের পরিবারের সদস্য এবং স্থানীয় লোকদের নিয়ে মহান আল্লাহ রাব্বুল আলামীনের দরবারে দোয়া করেন।

তিনি সংগঠনের পক্ষ থেকে নিহতদের পরিবারবর্গকে আর্থিক সহায়তা প্রদান করেন। এ সময় তার সাথে কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ স্থানীয়দের মধ্যে উপস্থিত ছিলেন নেত্রকোনা জেলা শাখার আমীর মাওলানা এনামুল হক ও সুনামগঞ্জ জেলা শাখার নায়েবে আমীর এড. শামসুদ্দিনসহ স্থানীয় নেতৃবৃন্দ।