১২ ফেব্রুয়ারি ২০২০, বুধবার, ৭:৩০

অধ্যক্ষ আজিজুল ইসলামের দাফন সম্পন্ন

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নীলফামারী জেলা শাখার সাবেক আমীর, রংপুর অঞ্চলের টীম সদস্য ও রংপুর মহানগরী শাখা জামায়াতের নায়েবে আমীর অধ্যক্ষ আজিজুল ইসলাম গত ১১ ফেব্রুয়ারি বিকালে হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তিকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ ১২ ফেব্রুয়ারি বুধবার দুপুর আড়াইটায় নীলফামারী জেলার জলঢাকা উপজেলার গোলমুণ্ডা ঈদগাহ মাঠে তার সালাতে জানাজা সম্পন্ন হয়েছে। সালাতে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

এতে ইমামতি করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান। জানাজা পূর্ব সমাবেশে তিনি এক সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, উত্তরাঞ্চলের মাটি ও মানুষের নেতা অধ্যক্ষ আজিজুল ইসলাম ইসলামী আন্দোলনের একজন নিবেদিত প্রাণ ব্যক্তি ছিলেন। ইসলামী আন্দোলনে কাজ করতে গিয়ে তিনি অনেক জুলুম-নির্যাতনের শিকার হয়েছেন। অধ্যাপক মুজিব আরো বলেন, মহান আল্লাহ তাকে জান্নাতের সম্মানিত মেহমান হিসেবে কবুল করুন ও তার কবরকে প্রশস্ত করুন। তার গুণাহখাতাগুলোকে মাফ করে নেকিতে পরিণত করুন। তার জীবনের নেক আমলসমূহ কবুল করে তাকে জান্নাতুল ফিরদাউসে স্থান দান করুন।

এতে আরো বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম, কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি মাওলানা মমতাজ উদ্দিন, রংপুর মহানগরী জামায়াতের আমীর অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল, নীলফামারী জেলা আমীর জনাব আবদুর রশীদ, নীলফামারী জেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা জয়নাল আবেদিন, নীলফামারী জেলা বিএনপির সভাপতি জনাব আলমগীর সরকার, ঠাকুরগাঁও জেলা নায়েবে আমীর অধ্যাপক বেলাল উদ্দিন, নীলফামারী জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি জনাব আন্তাজুল ইসলাম, রংপুর মহানগরী ছাত্রশিবির সভাপতি আশিকুর রহমান ও নীলফামারী জেলা শিবির সভাপতি আবু বকর সিদ্দিক, জলঢাকা উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব আবদুল ওয়াহেদ বাহাদুর, জলঢাকা উপজেলা আমীর জনাব সাবের হোসেন ও সেক্রেটারি জনাব কামারুজ্জামান, তার একমাত্র ছেলে মুজাহিদ মাসুম প্রমুখ। উক্ত সালাতে জানাজায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং বহু মুসুল্লী অংশগ্রহণ করেন।