২ আগস্ট ২০১৯, শুক্রবার, ৯:২৬

বন্যা মোকাবেলায় সরকারের নিষ্ক্রিয়তায় গভীর উদ্বেগ প্রকাশ

বন্যা দুর্গত এলাকার ক্ষতিগ্রস্ত জনগণের মধ্যে সুষ্ঠুভাবে ত্রাণকার্য পরিচালনা করার জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে সংগঠনের এক সভা অনুষ্ঠিত হয়। দেশের সার্বিক বন্যা পরিস্থিতি পর্যালোচনা করে বন্যা মোকাবেলায় সরকারের নিষ্ক্রিয়তায় গভীর উদ্বেগ প্রকাশ করা হয়। সভায় সার্বিক বন্যা পরিস্থিতি পর্যালোচনা করে বন্যাদুর্গত এলাকায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে ত্রাণ কার্যক্রম আরো ত্বরান্বিত করার সিদ্ধান্ত গৃহীত হয়।

দেশের বন্যা দুর্গত এলাকা সফর, ত্রাণ-তৎপরতা পরিচালনা ও তদারক করার জন্য জামায়াতে ইসলামীর পক্ষ থেকে ৫টি টিম গঠন করা হয়েছে। টিমের সদস্যগণ বন্যাদুর্গত এলাকা সফর করে দুর্গত মানুষের অবস্থা পর্যবেক্ষণ করবেন এবং জামায়াতের ত্রাণ-তৎপরতা তদারকি করবেন।

সভায় বন্যাদুর্গত এলাকার ক্ষতিগ্রস্ত কৃষকরা যাতে বন্যার পানি সরে যাওয়ার সাথে সাথেই নতুন ফসলের আবাদ শুরু করতে পারে, সেজন্য তাদের মধ্যে বিনা মূল্যে সার, বীজ, ধানের চারা ও বিনা সুদে কৃষি ঋণসহ যাবতীয় কৃষি উপকরণ বিতরণ করার জন্য সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছে।