২৫ ডিসেম্বর ২০১৮, মঙ্গলবার, ৪:৩৫

কক্সবাজার-২ আসনে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও আওয়ামী সন্ত্রাসীরা এক ত্রাসের রাজত্ব কায়েম করে রেখেছে

কক্সবাজার-২ (কুতুবদিয়া-মহেশখালী) আসনের স্বতন্ত্র জাতীয় সংসদ সদস্য পদ প্রার্থী ও সাবেক এমপি কারাগারে বন্দী জনাব হামিদুর রহমানের আযাদের সমর্থকদের মিছিলে আওয়ামী লীগের সন্ত্রাসীদের হামলা ও ৪ জনকে অন্যায়ভাবে পুলিশের গ্রেফতার করার ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী জেনারেল মাওলানা এটিএম মা’ছুম আজ ২৫ ডিসেম্বর প্রদত্ত এক বিবৃতিতে বলেন, “আজ ২৫ ডিসেম্বর কক্সবাজার-২ (কুতুবদিয়া-মহেশখালী) আসনের স্বতন্ত্র জাতীয় সংসদ সদস্য পদ প্রার্থী জনাব হামিদুর রহমান আযাদের মিছিলে আওয়ামী সন্ত্রাসীদের হামলা ও ৪জনকে পুলিশের অন্যায়ভাবে গ্রেফতার করার ঘটনার আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

কক্সবাজার-২ আসনের স্বতন্ত্র জাতীয় সংসদ সদস্য পদ প্রার্থী জনাব হামিদুর রহমান আযাদের সমর্থকদের বাড়ী-ঘরে পুলিশ হানা দিচ্ছে এবং তার সমর্থকদের গ্রেফতার করছে। ভোট কেন্দ্রে না যাওযার জন্য হুমকি দিচ্ছে এবং লোকদের মারধর করছে। তার স্ত্রীকে আজ ২৫ ডিসেম্বর বাড়ীতে অবরুদ্ধ করে রাখা হয়েছে। তাকে নির্বাচনী তৎপরতায় অংশগ্রহণ করতে দিচ্ছে না। সেখানে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও আওয়ামী সন্ত্রাসীরা এক ত্রাসের রাজত্ব কায়েম করে রেখেছে। গত কয়েক দিনে তার ৪০ জন সমর্থকে পুলিশ গ্রেফতার করেছে। সেখানে নির্বাচনের কোন পরিবেশ নেই।

কক্সবাজার-২ আসনের স্বতন্ত্র জাতীয় সংসদ সদস্য পদ প্রার্থী জেলে আবদ্ধ জনাব হামিদুর রহমান আযাদ ও তার গ্রেফতারকৃত সকল সমর্থককে অবিলম্বে মুক্তি দিয়ে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ সৃষ্টি করার জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি।”