২২ ডিসেম্বর ২০১৮, শনিবার, ১১:০৪

ডঃ রেজাউল করিম সহ দেশব্যাপী নেতা-কর্মীদের অন্যায়ভাবে গুম, অপহরণ ‍ও গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তর শাখার সেক্রেটারী ডঃ রেজাউল করিমকে অপহরণ, খুলনা মহানগরী শাখা জামায়াতের সহকারী সেক্রেটারী অধ্যাপক মিয়া গোলাম কুদ্দুস, ডুমুরিয়া উপজেলা পরিষদের মহিলা ভাইস-চেয়ারম্যানগণ সিরিনা দৌলত ও রাজবাড়ী জেলার পাংশা পৌরসভা শাখা জামায়াতের আমীর কাজী ফরহাদ জামিল রুপুকে গত ২১ ডিসেম্বর রাতে পুলিশের অন্যায়ভাবে গ্রেফতার করার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান আজ ২২ ডিসেম্বর প্রদত্ত এক বিবৃতিতে বলেন, “সরকার নির্বাচন বানচালের যে ষড়যন্ত্র শুরু করেছে তার অংশ হিসেবেই জামায়াতের কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তর শাখার সেক্রেটারী ডঃ রেজাউল করিমকে অপহরণ করা হয়েছে এবং উপরে উল্লেখিত নেতাদের পুলিশ সম্পূর্ণ অন্যায়ভাবে গ্রেফতার করেছে। আমি এ সব ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

জামায়াতসহ অন্যান্য বিরোধী দলের নেতা-কর্মীদের অপহরণ, গুম, গ্রেফতার এবং জাতীয় সংসদ সদস্য পদ প্রার্থীদের ব্যাপকভাবে গ্রেফতার করার ঘটনার দ্বারা জাতি পরিস্কারভাবে বুঝতে পারছে যে, দেশে নির্বাচনের কোন পরিবেশ নেই। সরকার ও সরকারের আজ্ঞাবহ নির্বাচন কমিশন নির্বাচনের সুষ্ঠু পরিবেশ সৃষ্টি করার পরিবর্তে পরিস্থিতি আরো ঘোলাটে করছে। সরকার ও নির্বাচন কমিশনের অবৈধ এবং বেআইনী কার্যকলাপে দেশের জনগণ উদ্বিগ্ন ও শংকিত।

ডঃ রেজাউল করিমকে তার গাড়ীর ড্রাইভারসহ ২১ ডিসেম্বর সন্ধ্যা ৭:২০ টায় অপহরণ করে নিখোঁজ করে রাখা হয়েছে। তিনি কোথায় এবং কিভাবে আছে তার পরিবার-পরিজন তা জানেন না। তার পরিবার-পরিজন ও জামায়াত নেতৃবৃন্দ তার জন্য গভীরভাবে উদ্বিগ্ন। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ বিভিন্ন স্থানে খোঁজ নেয়ার পরেও তার কোন সন্ধান এখন পর্যন্ত পাওয়া যায়নি। তিনি কোথায় কিভাবে আছেন তা অনুসন্ধান করে তাকে তার পরিবার-পরিজনের নিকট ফিরিয়ে দেয়ার জন্য আমি সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি।

অবিলম্বে গুম, অপহরণ, হত্যা, হামলা, মামলা বন্ধ করে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ সৃষ্টির লক্ষ্যে জামায়াতসহ অন্যান্য বিরোধী দলের গ্রেফতারকৃত সকল নেতা-কর্মীকে মুক্তি দেয়ার জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি।”