২২ ডিসেম্বর ২০১৮, শনিবার, ৬:১৬

বাংলাদেশ প্রতিদিনে যে ভিত্তিহীন অপপ্রচার চালানো হয়েছে তার তীব্র নিন্দা ও প্রতিবাদ

বাংলাদেশ প্রতিদিন পত্রিকার ১ম পৃষ্ঠায় আজ ২২ ডিসেম্বর প্রকাশিত একটি রিপোর্টে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিরুদ্ধে যে ভিত্তিহীন অপপ্রচার চালানো হয়েছে তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার বিভাগের সেক্রেটারী অধ্যাপক মোঃ তাসনীম আলম আজ ২২ ডিসেম্বর প্রদত্ত এক বিবৃতিতে বলেন, “বাংলাদেশ প্রতিদিন পত্রিকা কর্তৃপক্ষ বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিরুদ্ধে যে অপপ্রচার চালিয়ে আসছে আজ ২২ ডিসেম্বর প্রকাশিত রিপোর্টটি তারই ধারাবাহিকতা মাত্র। আমি এ রিপোর্টের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

গত ২০ ডিসেম্বর বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় প্রকাশিত একটি রিপোর্টে জামায়াতের বিরুদ্ধে অপপ্রচার চালানো হয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারী জেনারেল ডা: শফিকুর রহমান তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। তিনি তাতে বলেছেন যে, আইএসআইর সাথে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কারো কোন সম্পর্ক নেই। অথচ বাংলাদেশ প্রতিদিন কর্তৃপক্ষ তা ছাপেননি। তারা জামায়াতের বিরুদ্ধে ভিত্তিহীন অপপ্রচার চালিয়েই যাচ্ছেন। জামায়াতের কোন প্রতিবাদ তারা ছাপেন না। এ থেকে স্পষ্টভাবে বুঝা যায় যে, জামায়াতে ইসলামীর বিরুদ্ধে মিথ্যা প্রচারণা চালানো তাদের অভ্যাসে পরিণত হয়েছে। জামায়াতের প্রতিবাদ না ছাপানো থেকেই বুঝা যায় যে, তাদের রির্পোটের কোন সত্যতা নেই।

তাদের ভিত্তিহীন মিথ্যা রিপোর্টের জবাবে আমি দৃঢ়তার সাথে জানাতে চাই যে, আইএসআই’র সাথে জামায়াতে ইসলামীর কারো কোন সম্পর্ক নেই। কাজেই আইএসআই’র তৈরী করা প্রার্থীর তালিকা অনুযায়ী জামায়াতের প্রার্থী মনোনয়ন দেয়ার প্রশ্নই আসে না।

তাই জামায়াতে ইসলামীর বিরুদ্ধে ভিত্তিহীন মিথ্যা অপপ্রচার চালানো থেকে বিরত থাকার জন্য আমি বাংলাদেশ প্রতিদিন পত্রিকা কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি।”