২১ ডিসেম্বর ২০১৮, শুক্রবার, ৭:০৩

পুলিশের অন্যায়ভাবে গ্রেফতার করার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ

নির্বাচন বানচালের যে ষড়যন্ত্র শুরু করেছে তারই অংশ হিসেবে মুহাদ্দিস মাওলানা আবু সাঈদকে গ্রেফতার করেছে

যশোর-২ আসনে ২০ দলীয় জোটের মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী মুহাদ্দিস মাওলানা আবু সাঈদকে ২১ ডিসেম্বর বেলা ১১টায় পুলিশের অন্যায়ভাবে গ্রেফতার করার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান আজ ২১ ডিসেম্বর প্রদত্ত এক বিবৃতিতে বলেন, “সরকার জাতীয় সংসদ নির্বাচন বানচালের যে ষড়যন্ত্র শুরু করেছে তারই অংশ হিসেবে মুহাদ্দিস মাওলানা আবু সাঈদকে গ্রেফতার করেছে। আমি এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

প্রধান নির্বাচন কমিশনার কেএম নূরুল হুদা বলেছেন, জাতীয় সংসদ নির্বাচনের পরিবেশ আছে, সুবাতাস বইছে। অন্যদিকে সারা দেশে চলছে বিরোধী দলের নেতা-কর্মীদের ব্যাপক হারে গ্রেফতার। ২০ দলীয় জোটের মনোনীত ধানের শীষ প্রতীকের নির্বাচনী অফিস পর্যন্ত সরকার তালা দিয়ে বন্ধ করে দিচ্ছে এবং প্রার্থীদের উপর হামলা হচ্ছে ও গ্রেফতার করা হচ্ছে। এমতাবস্থায় কিভাবে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন হতে পারে? প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও প্রধান নির্বাচন কমিশনার কেএম নূরুল হুদা এবং আইজিপি মোঃ জাবেদ পাটোয়ারীর বক্তব্য থেকে জাতির নিকট পরিষ্কার হয়ে গিয়েছে যে, তারা ভোটারবিহীন ব্যালট ডাকাতির একতরফা নির্বাচনের প্রহসনের ষড়যন্ত্র করছে। এ ধরনের প্রহসনমূলক নির্বাচনের পরিণতি কারো জন্যই কল্যাণকর হবে না। তাদের জোর করে ক্ষমতায় থাকার নেশা দেশকে ধ্বংসের দিকেই নিয়ে যাবে।

তাই সময় থাকতে সকল ষড়যন্ত্র বন্ধ করে মুহাদ্দিস মাওলানা আবু সাঈদসহ সারাদেশে ধানের শীষ প্রতীকের সংসদ সদস্য পদ প্রার্থীদের এবং নির্বাচন সংক্রান্ত কাজে জড়িতদের আমি নিঃশর্ত মুক্তি দাবি করছি। সেই সাথে নির্বাচন বানচাল করার জন্য সরকারের মদদপুষ্ট বাহিনী যে সমস্ত অন্যায় ও বেআইনী পদক্ষেপ গ্রহণ করছে তা মোকাবেলায় দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছি।”