২০ ডিসেম্বর ২০১৮, বৃহস্পতিবার, ৩:১৫

ভিত্তিহীন মিথ্যা রিপোর্টের প্রতিবাদ

জামায়াতে ইসলামী রাজনৈতিক ও সাংগঠনিক ব্যাপারে যাবতীয় সিদ্ধান্ত সংগঠনের যথার্থ ফোরামে বসেই গ্রহণ করে থাকে

বাংলাদেশ প্রতিদিনসহ কয়েকটি পত্রিকায় আজ ২০ ডিসেম্বর প্রকাশিত ভিত্তিহীন মিথ্যা রিপোর্টের প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারী জেনারেল ডা: শফিকুর রহমান আজ ২০ ডিসেম্বর প্রদত্ত এক বিবৃতিতে বলেন, “আজ ২০ ডিসেম্বর বাংলাদেশ প্রতিদিনসহ কয়েকটি দৈনিক পত্রিকায় বিগত মে মাসের ২৫ অথবা ২৬ তারিখ সৌদি আরবের জেদ্দায় পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই এবং তার একজন এজেন্টের সাথে আমার তথাকথিত বৈঠকের উদ্ধৃতি দিয়ে যে রিপোর্ট ছাপা হয়েছে আমি সুস্পষ্টভাবে তার প্রতিবাদ করছি।

রিপোর্টে বর্ণিত গোয়েন্দা সংস্থা এবং তার এজেন্টের সাথে বৈঠক হওয়া তো দূরের কথা জেদ্দার কোথাও মেহমুদ নামের কোন ব্যক্তির সাথে আমার কোন ধরনের সাক্ষাতই হয়নি। কাজেই রিপোর্টে বর্ণিত আলাপ-আলোচনা একেবারেই অসত্য। তার প্রমাণ হল, রিপোর্টে বর্ণিত এ বছর অনুষ্ঠিত সিলেট সিটি করপোরেশনের নির্বাচনে জামায়াত সমর্থিত প্রার্থীর প্রার্থিতা প্রত্যাহার করে নেয়ার অনুরোধ এবং তা বাস্তবায়নের যে কথা লেখা হয়েছে- তা একেবারেই অসত্য। এ ব্যাপারে প্রকৃত সত্য হল, সিলেট এবং বাংলাদেশের জনগণ সাক্ষী জামায়াত সমর্থিত প্রার্থী তার প্রার্থিতা প্রত্যাহার করেননি। অথচ বর্ণিত রিপোর্টে বলা হয়েছে যে, আইএসআই-এর এজেন্টের অনুরোধে জামায়াত সমর্থিত প্রার্থীর প্রার্থিতা প্রত্যাহার করা হয়েছে। এ থেকেই দেশবাসীর নিকট সুস্পষ্টভাবে প্রমাণিত হয়েছে যে, এ রিপোর্টের সাথে বাস্তবতার কোন সম্পর্ক নেই। শুধুমাত্র জামায়াতে ইসলামী এবং আমার ভাবমর্যাদা ক্ষুণ্ণ করার হীন উদ্দেশ্যেই এ রিপোর্টটি ছাপা হয়েছে।

বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজনৈতিক ও সাংগঠনিক ব্যাপারে যাবতীয় সিদ্ধান্ত সংগঠনের যথার্থ ফোরামে বসেই গ্রহণ করে থাকে। বাইরের কোন দেশের কিংবা কোন সংস্থার পরামর্শে বা নির্দেশনায় জামায়াতে ইসলামী রাজনীতি করে না। বাইরের কোন দেশ কিংবা সংস্থার পরামর্শ বা নির্দেশনায় রাজনীতি করাকে জামায়াতে ইসলামী অপরাধ হিসেবেই গন্য করে থাকে।

তাই এ রিপোর্টের স্পষ্টভাবে প্রতিবাদ জানিয়ে ভবিষ্যতে এ ধরনের রিপোর্ট ছাপা থেকে বিরত থাকার জন্য আমি সংশ্লিষ্ট পত্রিকাগুলোর কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি।”