১৯ ডিসেম্বর ২০১৮, বুধবার, ১০:১৮

ঢাকা-১৫ আসনের মোল্লাপাড়ার আওয়ামী লীগ অফিসে হামলা ও ভাঙচুরের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ

গতকাল মঙ্গলবার ঢাকা-১৫ আসনের মোল্লাপাড়ার আওয়ামী লীগ অফিসে হামলা ও ভাঙচুরের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারী জেনারেল ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মিরপুর-কাফরুলে ২০ দলীয় জোটের মনোনীত প্রার্থী ডা. শফিকুর রহমান।

বিবৃতিতে তিনি বলেন, এই ধরনের হামলা একটি কাপুরোষিত কাজ। একটি বিশেষ মহল নির্বাচনকে বানচাল করার জন্য এই ধরনের ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়ে থাকতে পারে। নির্বাচনী পরিবেশকে স্থিতিশীল করতে সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।

ডা. শফিকুর বলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের স্বার্থে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করে সর্বত্র শান্তি-শৃংঙ্খলা বজায় রাখা একান্ত প্রয়োজন। এ ব্যাপারে তিনি ইসি ও প্রশাসনের দৃষ্টি আর্কষণ করেন।