১৫ ডিসেম্বর ২০১৮, শনিবার, ৮:৩৯

জিম ব্যাংকসের ভিত্তিহীন অসত্য বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ

বাংলাদেশে এসে জামায়াতের কার্যক্রম প্রত্যক্ষভাবে দেখে অবহিত হওয়ার জন্য মার্কিন কংগ্রেসম্যানের প্রতি আহ্বান

বাংলাদেশ জামায়াতে ইসলামী সম্পর্কে মার্কিন কংগ্রেসম্যান জিম ব্যাংকসের ভিত্তিহীন অসত্য বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী জেনারেল মাওলানা এটিএম মা’ছুম আজ ১৫ ডিসেম্বর প্রদত্ত এক বিবৃতিতে বলেন, “মার্কিন যুক্তরাষ্ট্রের কংগ্রেসম্যান জিম ব্যাংকসের বক্তব্যের বরাত দিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী সম্পর্কে বাংলাদেশের কতিপয় সংবাদ পত্রে যে অসত্য বক্তব্য আজ ১৫ ডিসেম্বর প্রকাশিত হয়েছে তার প্রতি আমাদের দৃষ্টি আকৃষ্ট হয়েছে। তিনি আদৌ এ ধরনের কোন বক্তব্য দিয়েছেন কিনা তা আমরা জানিনা। তবে তিনি যদি সত্যিই জামায়াতে ইসলামী সম্পর্কে ঐ ধরনের কোন অসত্য বক্তব্য দিয়েই থাকেন, তাহলে আমি তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

তার বরাত দিয়ে প্রকাশিত বক্তব্যের জবাবে আমি স্পষ্ট ভাষায় জানাতে চাই যে, বাংলাদেশ জামায়াতে ইসলামী তার জন্মলগ্ন থেকেই গণতান্ত্রিক ব্যবস্থাকে লালন-পালন ও প্রাতিষ্ঠানিক রূপ দেয়ার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। জামায়াতে ইসলামী বাংলাদেশের সকল গণতান্ত্রিক আন্দোলনেই অংশ নিয়েছে এবং স্বৈরশাসনের অবসান ঘটিয়ে গণতান্ত্রিক ব্যবস্থাকে প্রাতিষ্ঠানিক রূপ দেয়ার জন্য সংগ্রাম করছে। বাংলাদেশে এ যাবতকালের জাতীয় সংসদের সকল নির্বাচনে জামায়াত নেতৃবৃন্দ অংশগ্রহণ করে উল্লেখযোগ্য সংখ্যক আসনে বিজয়ী হয়ে জাতীয় সংসদে গণতান্ত্রিক ব্যবস্থার পক্ষে গঠনমূলক জোরালো ভূমিকা পালন করেছে। বর্তমানে জামায়াতে ইসলামী ২০ দলীয় জোট থেকে ধানের শীষ প্রতীক নিয়ে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেছে। বাংলাদেশ জামায়াতে ইসলামীর কোন নেতা-কর্মী কখনো দেশের সংখ্যালঘু হিন্দু, বৌদ্ধ, খ্রীস্টান সম্প্রদায়ের উপর কোন ধরনের হামলা করেনি। বর্তমান সরকার ও তাদের সমর্থকগণই অযথা জামায়াতের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। তাদের অপপ্রচারে বিভ্রান্তি হয়েই মার্কিন কংগ্রেসম্যান জিম ব্যাংকস জামায়াতে ইসলামী সম্পর্কে ভিত্তিহীন অসত্য মন্তব্য করেছেন।

বাংলাদেশে এসে জামায়াতে ইসলামীর কার্যক্রম প্রত্যক্ষভাবে দেখে অবহিত হওয়ার জন্য আমি মার্কিন কংগ্রেসম্যানের প্রতি আহ্বান জানাচ্ছি।

জামায়াতে ইসলামী সম্পর্কে এ ধরনের ভিত্তিহীন অসত্য বক্তব্য প্রদান করা থেকে বিরত থাকার জন্য আমি মার্কিন কংগ্রেসম্যান জিম ব্যাংকসের প্রতি আহ্বান জানাচ্ছি।”