১৪ ডিসেম্বর ২০১৮, শুক্রবার, ৯:২১

ডা. সৈয়দ আব্দুল্লাহ মোঃ তাহেরে বাড়ির সামনে কয়েকটি ককটেল ফাটিয়ে সন্ত্রাসী তৎপরতা চালানোর ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ

আওয়ামী লীগের সন্ত্রাসীরা ৩০/৪০টি মোটর সাইকেলে চড়ে এসে কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনে ২০-দলীয় জোটের মনোনীত ধানের শীষ প্রতীকের জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী ও জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও সাবেক এমপি ডা. সৈয়দ আব্দুল্লাহ মোঃ তাহেরে বাড়ির সামনে কয়েকটি ককটেল ফাটিয়ে সন্ত্রাসী তৎপরতা চালানোর ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারী জেনারেল ডা. শফিকুর রহমান আজ ১৪ ডিসেম্বর প্রদত্ত এক বিবৃতিতে বলেন, “আজ বিকেলে ৩০/৪০টি মোটর সাইকেলে চড়ে এসে ডা. সৈয়দ তাহেরের বাড়ি সামনে ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করে। এ থেকে স্পষ্ট বুঝা যাচ্ছে যে, সরকার এবং নির্বাচন কমিশন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ সৃষ্টির পরিবর্তে দেশকে সংঘাত এবং সহিংসতার দিকেই ঠেলে দিচ্ছে। আমি সরকার ও নির্বাচন কমিশনের পক্ষপাত দুষ্ট ভূমিকার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

সারাদেশে সরকারের ছত্রছায়ায় ব্যাপক সন্ত্রাসী তৎপরতার কারণে সরকার ও নির্বাচন কমিশনের ভূমিকা প্রশ্নবিদ্ধ হচ্ছে। দেশবাসী এ ধরনের পক্ষপাতদুষ্ট প্রশ্নবোধক ভূমিকার অবসান চায়।

অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের স্বার্থেই সকল সন্ত্রাসী কর্মকাণ্ড কঠোর হস্তে দমন করার জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি।”